وَفَاكِهَةً وَّاَبًّا ( عبس: ٣١ )
আর নানান জাতের ফল আর ঘাস-লতাপাতা।
مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْۗ ( عبس: ٣٢ )
তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর ভোগের জন্য।
فَاِذَا جَاۤءَتِ الصَّاۤخَّةُ ۖ ( عبس: ٣٣ )
অবশেষে যখন কান-ফাটানো শব্দ আসবে;
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِيْهِۙ ( عبس: ٣٤ )
সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
وَاُمِّهٖ وَاَبِيْهِۙ ( عبس: ٣٥ )
তার মা, তার বাপ,
وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِۗ ( عبس: ٣٦ )
তার স্ত্রী ও তার সন্তান থেকে,
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَىِٕذٍ شَأْنٌ يُّغْنِيْهِۗ ( عبس: ٣٧ )
সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে।
وُجُوْهٌ يَّوْمَىِٕذٍ مُّسْفِرَةٌۙ ( عبس: ٣٨ )
সেদিন কতক মুখ উজ্জ্বল হবে,
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ ( عبس: ٣٩ )
সহাস্য, উৎফুল্ল।
وَوُجُوْهٌ يَّوْمَىِٕذٍ عَلَيْهَا غَبَرَةٌۙ ( عبس: ٤٠ )
সেদিন কতক মুখ হবে ধূলিমলিন।