Skip to main content

فَلَا
কিন্তু না
ٱقْتَحَمَ
সে অবলম্বন করেছে
ٱلْعَقَبَةَ
কষ্টসাধ্য গিরিপথ

(মানুষকে এত গুণবৈশিষ্ট্য ও মেধা দেয়া সত্ত্বেও) সে (ধর্মের) দুর্গম গিরি পথে প্রবেশ করল না।

ব্যাখ্যা

وَمَآ
এবং কিসে
أَدْرَىٰكَ
তোমাকে জানাবে
مَا
কি
ٱلْعَقَبَةُ
সেই কষ্টসাধ্য গিরিপথ

তুমি কি জান দুর্গম গিরিপথ কী?

ব্যাখ্যা

فَكُّ
মুক্তি
رَقَبَةٍ
দাস

(তা হচ্ছে) দাসমুক্তি।

ব্যাখ্যা

أَوْ
অথবা
إِطْعَٰمٌ
খানা খাওয়ানো
فِى
মধ্যে
يَوْمٍ
দিনে
ذِى
এর
مَسْغَبَةٍ
দুর্ভিক্ষ

অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান

ব্যাখ্যা

يَتِيمًا
ইয়াতীমকে
ذَا
এর
مَقْرَبَةٍ
নিকট আত্মীয় সম্পর্ক

নিকটাত্মীয় ইয়াতীমকে,

ব্যাখ্যা

أَوْ
অথবা
مِسْكِينًا
নিঃস্বকে
ذَا
মাখা/ যুক্ত
مَتْرَبَةٍ
ধুলি/ দারিদ্র-নিষ্পেষিত

অথবা দারিদ্র-ক্লিষ্ট মিসকীনকে।

ব্যাখ্যা

ثُمَّ
তদুপরি (এর সাথে)
كَانَ
সে হলো
مِنَ
শামিলও
ٱلَّذِينَ
(তাদের মধ্য) যারা
ءَامَنُوا۟
ঈমান এনেছে
وَتَوَاصَوْا۟
ও তারা পরস্পরকে উপদেশ দিয়েছে
بِٱلصَّبْرِ
ধৈর্যধারণের
وَتَوَاصَوْا۟
ও তারা পরস্পরকে উপদেশ দিয়েছে
بِٱلْمَرْحَمَةِ
দয়া প্রদর্শনের

তদুপরি সে মু’মিনদের মধ্যে শামিল হয় আর পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়।

ব্যাখ্যা

أُو۟لَٰٓئِكَ
ঐসব
أَصْحَٰبُ
লোক
ٱلْمَيْمَنَةِ
ডান দিকের (অর্থাৎ সৌভাগ্যশীল)

তারাই ডানপন্থী (সৌভাগ্যবান লোক)।

ব্যাখ্যা

وَٱلَّذِينَ
এবং যারা
كَفَرُوا۟
অস্বীকার করেছে
بِـَٔايَٰتِنَا
আমাদের আয়াতগুলোকে
هُمْ
তারাই
أَصْحَٰبُ
লোক
ٱلْمَشْـَٔمَةِ
বাম দিকের (অর্থাৎ হতভাগ্য)

আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী (হতভাগা)।

ব্যাখ্যা

عَلَيْهِمْ
তাদের উপর
نَارٌ
আগুন
مُّؤْصَدَةٌۢ
পরিবেষ্টনকারী (হয়ে থাকবে)

তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন।

ব্যাখ্যা