Skip to main content

وَيُرِيكُمْ
এবং তোমাদের দেখান তিনি
ءَايَٰتِهِۦ
তাঁর নিদর্শনাবলী
فَأَىَّ
সুতরাং কোন
ءَايَٰتِ
নিদর্শনাবলী
ٱللَّهِ
আল্লাহর
تُنكِرُونَ
তোমরা অস্বীকার করবে

তিনি তোমাদেরকে তাঁর নিদর্শন দেখান। কাজেই আল্লাহর কোন্ নিদর্শনকে তোমরা অস্বীকার কর?

ব্যাখ্যা

أَفَلَمْ
নি তবে কি
يَسِيرُوا۟
তারা ভ্রমণ করে
فِى
মধ্যে
ٱلْأَرْضِ
পৃথিবীর
فَيَنظُرُوا۟
তারা অতঃপর দেখে (নি কি)
كَيْفَ
কেমন
كَانَ
ছিলো
عَٰقِبَةُ
পরিণতি
ٱلَّذِينَ
(তাদের) যারা
مِن
মধ্য হতে
قَبْلِهِمْۚ
তাদের পূর্বে (ছিলো)
كَانُوٓا۟
তারা ছিলো
أَكْثَرَ
(সংখ্যায়) বেশী
مِنْهُمْ
এদের চেয়েও
وَأَشَدَّ
ও প্রবল
قُوَّةً
শক্তিতে
وَءَاثَارًا
ও কীর্তিতে
فِى
মধ্যে
ٱلْأَرْضِ
পৃথিবীর
فَمَآ
অতঃপর না
أَغْنَىٰ
কাজে আসলো
عَنْهُم
তাদের জন্যে
مَّا
যা
كَانُوا۟
তারা
يَكْسِبُونَ
অর্জন করেছিলো

তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে তারা দেখত, তাদের পূর্ববর্তীদের পরিণতি কী হয়েছিল। দুনিয়ায় এদের চেয়ে তারা সংখ্যায় অধিক ছিল, আর শক্তি সামর্থ্য ও কীর্তি চিহ্নে বেশি প্রবল ছিল। কিন্তু তারা যা অর্জন করেছিল তা তাদের কোন উপকারে আসেনি।

ব্যাখ্যা

فَلَمَّا
অতঃপর যখন
جَآءَتْهُمْ
তাদের কাছে আসলো
رُسُلُهُم
তাদের রাসূলগণ
بِٱلْبَيِّنَٰتِ
সুস্পষ্ট প্রমাণসহ
فَرِحُوا۟
তারা খুশীতে মগ্ন রইলো
بِمَا
ঐ বিষয়ে যা (ছিলো)
عِندَهُم
তাদের কাছে
مِّنَ
অংশ বিশেষ
ٱلْعِلْمِ
(নিজস্ব) জ্ঞানের
وَحَاقَ
এবং ঘিরে ফেললো
بِهِم
তাদেরকে
مَّا
তাই
كَانُوا۟
তারা ছিলো
بِهِۦ
যে সম্পর্কে
يَسْتَهْزِءُونَ
ঠাট্টা-বিদ্রুপ করতো

তাদের কাছে যখন তাদের রসূলগণ স্পষ্ট নিদর্শন নিয়ে আসল, তখন তারা তাদের নিজেদের কাছে যে জ্ঞান ও বিদ্যা ছিল তাতেই উৎফুল্ল হয়ে উঠল। অতঃপর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তা-ই তাদেরকে ঘিরে ফেলল।

ব্যাখ্যা

فَلَمَّا
অতঃপর যখন
رَأَوْا۟
তারা দেখলো
بَأْسَنَا
আমাদের শাস্তি
قَالُوٓا۟
তারা বললো
ءَامَنَّا
"আমরা ঈমান এনেছি
بِٱللَّهِ
আল্লাহর উপর
وَحْدَهُۥ
তাঁর একারই
وَكَفَرْنَا
এবং আমরা অস্বীকার করছি
بِمَا
তা সবকে
كُنَّا
আমরা ছিলাম
بِهِۦ
যার সাথে
مُشْرِكِينَ
শরিককারী"

আমার শাস্তি তারা যখন দেখল তখন তারা বলল- আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম আর যাদেরকে আমরা (আল্লাহর) শরীক গণ্য করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম।

ব্যাখ্যা

فَلَمْ
অতঃপর
يَكُ
পারে নি
يَنفَعُهُمْ
তাদের উপকার করতে
إِيمَٰنُهُمْ
তাদের ঈমান
لَمَّا
যখন
رَأَوْا۟
তারা দেখলো
بَأْسَنَاۖ
আমাদের শাস্তি
سُنَّتَ
বিধান
ٱللَّهِ
আল্লাহর (নির্ধারিত)
ٱلَّتِى
যা
قَدْ
নিশ্চয়ই
خَلَتْ
(চলে এসেছে)অতীত হয়েছে
فِى
ব্যাপারে
عِبَادِهِۦۖ
তাঁর দাসদের
وَخَسِرَ
এবং ক্ষতিগ্রস্ত হয়েছে
هُنَالِكَ
এমন অবস্হায়
ٱلْكَٰفِرُونَ
কাফেররা

তারা যখন আমার শাস্তি দেখল তখন তাদের ঈমান (গ্রহণ) তাদের কোন উপকারে আসল না। আল্লাহর (এ) বিধান তাঁর বান্দাহদের উপর (বহু) পূর্ব হতেই (কার্যকর হয়ে) চলে আসছে। আর এ ক্ষেত্রে কাফিররাই ক্ষতিগ্রস্ত হয়।

ব্যাখ্যা