Skip to main content
bismillah

وَٱلذَّٰرِيَٰتِ
শপথ বিক্ষিপ্তকারীদের (অর্থাৎ বাতাসের)
ذَرْوًا
বিক্ষিপ্ত করার মতো (যা ধুলাবালি)

শপথ সেই বাতাসের যা ধূলাবালি উড়ায়,

ব্যাখ্যা

فَٱلْحَٰمِلَٰتِ
অতঃপর বহনকারীর
وِقْرًا
ভার (অর্থাৎ মেঘ)

আর যা উঠিয়ে নেয় আর বহন করে ভারী বোঝা,

ব্যাখ্যা

فَٱلْجَٰرِيَٰتِ
অতঃপর বয়ে যাওয়া বাতাসের
يُسْرًا
সহজে/ স্বচ্ছন্দে

আর যা ধীর ও শান্ত গতিতে বয়ে চলে

ব্যাখ্যা

فَٱلْمُقَسِّمَٰتِ
অতঃপর বণ্টনকারীর
أَمْرًا
একটি বিষয়ের (অর্থাৎ বৃষ্টির)

আর যারা কর্ম বণ্টন করে,

ব্যাখ্যা

إِنَّمَا
প্রকৃতপক্ষে (যা)
تُوعَدُونَ
তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে
لَصَادِقٌ
সত্য অবশ্যই

তোমাদেরকে যার ও‘য়াদা দেয়া হয়েছে তা অবশ্যই সত্য।

ব্যাখ্যা

وَإِنَّ
এবং নিশ্চয়ই
ٱلدِّينَ
কর্মফল দিবস
لَوَٰقِعٌ
অবশ্যই ঘটবে

কর্মফল দিবস অবশ্যই আসবে।

ব্যাখ্যা

وَٱلسَّمَآءِ
শপথ আকাশের
ذَاتِ
সম্পন্ন
ٱلْحُبُكِ
বিভিন্নরূপ

বহু পথ বিশিষ্ট আকাশের শপথ।

ব্যাখ্যা

إِنَّكُمْ
নিশ্চয়ই তোমরা
لَفِى
মধ্যে অবশ্যই (লিপ্ত)
قَوْلٍ
কথার
مُّخْتَلِفٍ
বিভিন্ন

(পরকাল সম্পর্কে) তোমরা অবশ্যই রয়েছ মতভেদের মধ্যে।

ব্যাখ্যা

يُؤْفَكُ
মুখ ফিরিয়ে নেয়
عَنْهُ
তা হতে
مَنْ
যে
أُفِكَ
বিমুখ হয়েছে

যারা সেই (সত্য) মানতে ভুল করে তারাই গুমরাহ।

ব্যাখ্যা

قُتِلَ
ধ্বংস হয়েছে
ٱلْخَرَّٰصُونَ
অনুমানকারীরা

অনুমানকারীরা ধ্বংস হোক,

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আয-যারিয়াত
القرآن الكريم:الذاريات
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Az-Zariyat
সূরা না:51
আয়াত:60
মোট শব্দ:360
মোট অক্ষর:1239
রুকু সংখ্যা:3
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:67
শ্লোক থেকে শুরু:4675