وَالشَّمْسِ وَضُحٰىهَاۖ ( الشمس: ١ )
শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের,
وَالْقَمَرِ اِذَا تَلٰىهَاۖ ( الشمس: ٢ )
শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে,
وَالنَّهَارِ اِذَا جَلّٰىهَاۖ ( الشمس: ٣ )
শপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে,
وَالَّيْلِ اِذَا يَغْشٰىهَاۖ ( الشمس: ٤ )
শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয়,
وَالسَّمَاۤءِ وَمَا بَنٰىهَاۖ ( الشمس: ٥ )
শপথ আসমানের আর সেটা যিনি বানিয়েছেন তাঁর,
وَالْاَرْضِ وَمَا طَحٰىهَاۖ ( الشمس: ٦ )
শপথ যমীনের আর সেটা যিনি বিছিয়েছেন তাঁর,
وَنَفْسٍ وَّمَا سَوّٰىهَاۖ ( الشمس: ٧ )
শপথ প্রাণের আর তাঁর যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন,
فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰىهَاۖ ( الشمس: ٨ )
অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন।
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَاۖ ( الشمس: ٩ )
সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে।
وَقَدْ خَابَ مَنْ دَسّٰىهَاۗ ( الشمس: ١٠ )
সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলূষিত করেছে।
| القرآن الكريم: | الشمس |
|---|---|
| আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
| সূরা নাম (latin): | Asy-Syams |
| সূরা না: | 91 |
| আয়াত: | 15 |
| মোট শব্দ: | 54 |
| মোট অক্ষর: | 247 |
| রুকু সংখ্যা: | 1 |
| অবতীর্ণ: | মক্কা |
| উদ্ঘাটন আদেশ: | 26 |
| শ্লোক থেকে শুরু: | 6043 |