وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْۗ ( المرسلات: ١١ )
যখন (হাশরের মাঠে) রসূলগণের একত্রিত হওয়ার সময় এসে পড়বে।
لِاَيِّ يَوْمٍ اُجِّلَتْۗ ( المرسلات: ١٢ )
(এ সব বিষয়) কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে?
لِيَوْمِ الْفَصْلِۚ ( المرسلات: ١٣ )
চূড়ান্ত ফয়সালার দিনের জন্য।
وَمَآ اَدْرٰىكَ مَا يَوْمُ الْفَصْلِۗ ( المرسلات: ١٤ )
সেই চূড়ান্ত ফয়সালার দিনটি কী তা তোমাকে কিসে জানাবে?
وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ ( المرسلات: ١٥ )
সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِيْنَۗ ( المرسلات: ١٦ )
আমি কি আগেকার লোকেদেরকে ধ্বংস করে দেইনি?
ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِيْنَ ( المرسلات: ١٧ )
অতঃপর পরবর্তী লোকেদেরকেও আমি তাদের অনুগামী করব।
كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ ( المرسلات: ١٨ )
অপরাধীদের প্রতি আমি এরকমই করে থাকি।
وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ ( المرسلات: ١٩ )
সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّاۤءٍ مَّهِيْنٍۙ ( المرسلات: ٢٠ )
আমি কি নগণ্য পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করিনি?