وَلَيَالٍ عَشْرٍۙ ( الفجر: ٢ )
(জিলহাজ্জ মাসের প্রথম) দশ রাতের শপথ,
وَّالشَّفْعِ وَالْوَتْرِۙ ( الفجر: ٣ )
জোড় ও বেজোড়ের শপথ,
وَالَّيْلِ اِذَا يَسْرِۚ ( الفجر: ٤ )
আর রাতের শপথ যখন তা গত হতে থাকে,
هَلْ فِيْ ذٰلِكَ قَسَمٌ لِّذِيْ حِجْرٍۗ ( الفجر: ٥ )
অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে।
اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍۖ ( الفجر: ٦ )
তুমি কি দেখনি তোমার প্রতিপালক ‘আদ জাতির সঙ্গে কী ব্যবহার করেছিলেন?
اِرَمَ ذَاتِ الْعِمَادِۖ ( الفجر: ٧ )
উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গোত্রের প্রতি?
الَّتِيْ لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى الْبِلَادِۖ ( الفجر: ٨ )
যার সমতুল্য অন্য কোন দেশে নির্মিত হয়নি।
وَثَمُوْدَ الَّذِيْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِۖ ( الفجر: ٩ )
এবং সামূদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল?
وَفِرْعَوْنَ ذِى الْاَوْتَادِۖ ( الفجر: ١٠ )
এবং (সেনা ছাউনী স্থাপনের কাজে ব্যবহৃত) কীলক-এর অধিপতি ফেরাউনের প্রতি?
| القرآن الكريم: | الفجر |
|---|---|
| আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
| সূরা নাম (latin): | Al-Fajr |
| সূরা না: | 89 |
| আয়াত: | 30 |
| মোট শব্দ: | 139 |
| মোট অক্ষর: | 597 |
| রুকু সংখ্যা: | 1 |
| অবতীর্ণ: | মক্কা |
| উদ্ঘাটন আদেশ: | 10 |
| শ্লোক থেকে শুরু: | 5993 |