Skip to main content
bismillah

بِسْمِ
নামে
ٱللَّهِ
আল্লাহ (র)
ٱلرَّحْمَٰنِ
পরম করুণাময়
ٱلرَّحِيمِ
অসীম দয়ালু

(আরম্ভ করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে।

ব্যাখ্যা

ٱلْحَمْدُ
সকল প্রশংসা
لِلَّهِ
আল্লাহ্‌রই জন্য
رَبِّ
(যিনি) রব
ٱلْعَٰلَمِينَ
সারা জগতের

যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য।

ব্যাখ্যা

ٱلرَّحْمَٰنِ
অশেষ করুণাময়
ٱلرَّحِيمِ
পরম দয়ালু

যিনি পরম করুণাময় অতি দয়ালু।

ব্যাখ্যা

مَٰلِكِ
অধিপতি
يَوْمِ
দিনের
ٱلدِّينِ
বিচারের

যিনি প্রতিফল দিবসের মালিক।

ব্যাখ্যা

إِيَّاكَ
আপনারই শুধু
نَعْبُدُ
আমরা ইবাদত করি
وَإِيَّاكَ
এবং আপনারই (কাছে শুধু)
نَسْتَعِينُ
আমরা সাহায্য চাই।

আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

ব্যাখ্যা

ٱهْدِنَا
আমাদেরকে দেখান
ٱلصِّرَٰطَ
পথ
ٱلْمُسْتَقِيمَ
সরল সঠিক

আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান কর।

ব্যাখ্যা

صِرَٰطَ
(সেই) পথে
ٱلَّذِينَ
যাদেরকে
أَنْعَمْتَ
আপনি অনুগ্রহ দান করেছেন
عَلَيْهِمْ
তাদের উপর
غَيْرِ
নয় (পথ)
ٱلْمَغْضُوبِ
অভিশপ্তদের
عَلَيْهِمْ
যাদের উপর (গজব পরেছে)
وَلَا
এবং না
ٱلضَّآلِّينَ
পথভ্রষ্টদের

তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। তাদের পথ, যারা গযবপ্রাপ্ত (ইয়াহূদী) ও পথভ্রষ্ট (খ্রিস্টান) নয়।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আল ফাতিহা
القرآن الكريم:الفاتحة
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Al-Fatihah
সূরা না:1
আয়াত:7
মোট শব্দ:27
মোট অক্ষর:140
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:5
শ্লোক থেকে শুরু:0