وَالنّٰزِعٰتِ غَرْقًاۙ ( النازعات: ١ )
শপথ সেই ফেরেশতাদের যারা (পাপীদের আত্মা) নির্মমভাবে টেনে বের করে,
وَّالنّٰشِطٰتِ نَشْطًاۙ ( النازعات: ٢ )
আর যারা (নেককারদের আত্মা) খুবই সহজভাবে বের করে,
وَّالسّٰبِحٰتِ سَبْحًاۙ ( النازعات: ٣ )
শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুতগতিতে সাঁতার কাটে,
فَالسّٰبِقٰتِ سَبْقًاۙ ( النازعات: ٤ )
আর (আল্লাহর নির্দেশ পালনের জন্য) ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়,
فَالْمُدَبِّرٰتِ اَمْرًاۘ ( النازعات: ٥ )
অতঃপর সব কাজের ব্যবস্থা করে।
يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُۙ ( النازعات: ٦ )
সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে,
تَتْبَعُهَا الرَّادِفَةُ ۗ ( النازعات: ٧ )
তারপর আসবে আরেকটি ভূকম্পন।
قُلُوْبٌ يَّوْمَىِٕذٍ وَّاجِفَةٌۙ ( النازعات: ٨ )
কত হৃদয় সে দিন ভয়ে ভীত হয়ে পড়বে,
اَبْصَارُهَا خَاشِعَةٌ ۘ ( النازعات: ٩ )
তাদের দৃষ্টি নত হবে,
يَقُوْلُوْنَ ءَاِنَّا لَمَرْدُوْدُوْنَ فِى الْحَافِرَةِۗ ( النازعات: ١٠ )
তারা বলে, ‘আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে?
| القرآن الكريم: | النازعات |
|---|---|
| আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
| সূরা নাম (latin): | An-Nazi'at |
| সূরা না: | 79 |
| আয়াত: | 46 |
| মোট শব্দ: | 197 |
| মোট অক্ষর: | 753 |
| রুকু সংখ্যা: | 2 |
| অবতীর্ণ: | মক্কা |
| উদ্ঘাটন আদেশ: | 81 |
| শ্লোক থেকে শুরু: | 5712 |