Skip to main content
bismillah

وَٱلنَّٰزِعَٰتِ
শপথ সজোরে (প্রাণ) নির্গতকারী (ফেরেশতাদের)
غَرْقًا
(যারা নির্গত করে) ডুবে

শপথ সেই ফেরেশতাদের যারা (পাপীদের আত্মা) নির্মমভাবে টেনে বের করে,

ব্যাখ্যা

وَٱلنَّٰشِطَٰتِ
শপথ (আত্মার) বাঁধন উন্মুক্তকারী (ফেরেশতাদের)
نَشْطًا
(যারা মৃদুভাবে) উন্মুক্ত (করে)

আর যারা (নেককারদের আত্মা) খুবই সহজভাবে বের করে,

ব্যাখ্যা

وَٱلسَّٰبِحَٰتِ
শপথ সাঁতারকারী (ফেরেশতাদের)
سَبْحًا
(যারা তীব্র গতিতে) সাঁতরায়

শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুতগতিতে সাঁতার কাটে,

ব্যাখ্যা

فَٱلسَّٰبِقَٰتِ
অতঃপর (শপথ) অগ্রগামী (ফেরেশতাদের)
سَبْقًا
দ্রুতবেগে

আর (আল্লাহর নির্দেশ পালনের জন্য) ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়,

ব্যাখ্যা

فَٱلْمُدَبِّرَٰتِ
অতঃপর (শপথ) কার্যনির্বাহী (ফেরেশতাদের)
أَمْرًا
(যারা পরিচালনা করে) কর্ম

অতঃপর সব কাজের ব্যবস্থা করে।

ব্যাখ্যা

يَوْمَ
সেদিন
تَرْجُفُ
প্রকম্পিত করবে
ٱلرَّاجِفَةُ
প্রথম শিংগাধ্বনি

সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে,

ব্যাখ্যা

تَتْبَعُهَا
তার অনুসরণ করবে
ٱلرَّادِفَةُ
(আরো একটি) শিংগাধ্বনি

তারপর আসবে আরেকটি ভূকম্পন।

ব্যাখ্যা

قُلُوبٌ
(কতিপয়) হৃদয়
يَوْمَئِذٍ
সেদিন
وَاجِفَةٌ
ভীত-কম্পিত (হবে)

কত হৃদয় সে দিন ভয়ে ভীত হয়ে পড়বে,

ব্যাখ্যা

أَبْصَٰرُهَا
তার দৃষ্টি সমূহ
خَٰشِعَةٌ
ভীতসন্ত্রস্ত (হবে)

তাদের দৃষ্টি নত হবে,

ব্যাখ্যা

يَقُولُونَ
তারা বলে
أَءِنَّا
"অবশ্যই কি আমরা
لَمَرْدُودُونَ
অবশ্যই প্রত্যাবর্তিত হবো
فِى
মধ্যে
ٱلْحَافِرَةِ
পূর্বাবস্থার

তারা বলে, ‘আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে?

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আন-নযিআ'ত
القرآن الكريم:النازعات
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):An-Nazi'at
সূরা না:79
আয়াত:46
মোট শব্দ:197
মোট অক্ষর:753
রুকু সংখ্যা:2
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:81
শ্লোক থেকে শুরু:5712