وَٱلْأَرْضِ
শপথ পৃথিবীর (যা)
ذَاتِ
বিশিষ্ট
ٱلصَّدْعِ
বিদীর্ণ (বক্ষ)
এবং গাছপালার চারা গজানোর সময় বক্ষ দীর্ণকারী যমীনের শপথ, (বৃষ্টিপাতের মাধ্যমে বৃক্ষলতার উৎপাদন যেমন অকাট্য সত্য, তেমনি কুরআন যা ঘোষণা করে তাও অকাট্য সত্য)
إِنَّهُۥ
নিশ্চয় তা
لَقَوْلٌ
অবশ্যই বাণী
فَصْلٌ
মীমাংসাকারী
কুরআন (সত্য-মিথ্যার পার্থক্যকারী) চূড়ান্ত সিদ্ধান্তকারী বাণী,
إِنَّهُمْ
নিশ্চয়ই তারা
يَكِيدُونَ
ষড়যন্ত্র করছে
كَيْدًا
ভীষণ ষড়যন্ত্র
এবং তারা (সত্যের বিরুদ্ধে) ষড়যন্ত্র করছে,
وَأَكِيدُ
এবং আমি কৌশল করছি
كَيْدًا
ভীষণ কৌশল
আর আমিও (তাদের অন্যায় ধ্বংসাত্মক ষড়যন্ত্র ভন্ডুল করার) কৌশল করছি।
فَمَهِّلِ
তাই অবকাশ দাও
ٱلْكَٰفِرِينَ
কাফেরদেরকে
أَمْهِلْهُمْ
তাদের অবকাশ দাও
رُوَيْدًۢا
কিছুক্ষণের
কাজেই (এই ষড়যন্ত্রকারী) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও।