Skip to main content
bismillah

إِنَّآ
নিশ্চয়ই
أَنزَلْنَٰهُ
তা আমরা অবতীর্ণ করেছি
فِى
মধ্যে
لَيْلَةِ
রাতের
ٱلْقَدْرِ
কদরের/ মহিমার

আমি কুরআনকে কাদরের রাতে নাযিল করেছি,

ব্যাখ্যা

وَمَآ
এবং কিসে
أَدْرَىٰكَ
তোমাকে জানাবে
مَا
কি সেই
لَيْلَةُ
রাত
ٱلْقَدْرِ
কদরের

তুমি কি জান ক্বাদরের রাত কী?

ব্যাখ্যা

لَيْلَةُ
রাত
ٱلْقَدْرِ
কদরের
خَيْرٌ
শ্রেষ্ঠ
مِّنْ
হতেও
أَلْفِ
হাজার
شَهْرٍ
মাস

ক্বাদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম,

ব্যাখ্যা

تَنَزَّلُ
অবতীর্ণ হয়
ٱلْمَلَٰٓئِكَةُ
ফেরেশতারা
وَٱلرُّوحُ
এবং রূহ (জিব্রাঈল)
فِيهَا
তার মধ্যে
بِإِذْنِ
অনুমতিক্রমে
رَبِّهِم
তাদের রবের
مِّن
প্রত্যেক
كُلِّ
সব
أَمْرٍ
কাজে

এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রব-এর অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়।

ব্যাখ্যা

سَلَٰمٌ
শান্তির
هِىَ
সেই (রাত)
حَتَّىٰ
পর্যন্ত
مَطْلَعِ
উদয়
ٱلْفَجْرِ
ঊষার

(এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া পর্যন্ত।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
কদর
القرآن الكريم:القدر
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Al-Qadr
সূরা না:97
আয়াত:5
মোট শব্দ:30
মোট অক্ষর:112
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:25
শ্লোক থেকে শুরু:6125