Skip to main content
bismillah

عَمَّ
কি সম্পর্কে
يَتَسَآءَلُونَ
তারা পরস্পরকে জিজ্ঞাসা করছে

লোকেরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে?

ব্যাখ্যা

عَنِ
সম্পর্কে
ٱلنَّبَإِ
সংবাদ
ٱلْعَظِيمِ
মহা (অর্থাৎ কিয়ামত)

(ক্বিয়ামত সংঘটিত হওয়ার) সেই মহা সংবাদের বিষয়ে,

ব্যাখ্যা

ٱلَّذِى
তা (এমন যে)
هُمْ
তারা
فِيهِ
সে বিষয়ে
مُخْتَلِفُونَ
(নিজেরাই) মতানৈক্যকারী

যে বিষয়ে তাদের মাঝে মতপার্থক্য আছে।

ব্যাখ্যা

كَلَّا
কখনও না
سَيَعْلَمُونَ
তারা শীঘ্র জানবে

কক্ষনো না, (তারা যা ধারণা করে তা একেবারে, অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।

ব্যাখ্যা

ثُمَّ
আবার (বলি)
كَلَّا
কখনও না
سَيَعْلَمُونَ
তারা শীঘ্র জানবে

আবার বলছি, কক্ষনো না (তাদের ধারণা একেবারে অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।

ব্যাখ্যা

أَلَمْ
নি কি
نَجْعَلِ
আমরা বানাই
ٱلْأَرْضَ
ভূমিকে
مِهَٰدًا
বিছানা স্বরূপ

(আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কীভাবে) আমি কি যমীনকে (তোমাদের জন্য) শয্যা বানাইনি?

ব্যাখ্যা

وَٱلْجِبَالَ
এবং পাহাড়-পর্বতকে
أَوْتَادًا
কীলক স্বরূপ

আর পর্বতগুলোকে কীলক (বানাইনি)?

ব্যাখ্যা

وَخَلَقْنَٰكُمْ
এবং তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি
أَزْوَٰجًا
জোড়ায় জোড়ায়

আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।

ব্যাখ্যা

وَجَعَلْنَا
এবং আমরা বানিয়েছি
نَوْمَكُمْ
তোমাদের ঘুমকে
سُبَاتًا
বিশ্রাম (শান্তির বাহন)

আর তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামদায়ী।

ব্যাখ্যা

وَجَعَلْنَا
এবং আমরা বানিয়েছি
ٱلَّيْلَ
রাতকে
لِبَاسًا
আবরণ স্বরূপ

রাতকে করেছি আবরণ,

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আন-নাবা
القرآن الكريم:النبإ
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):An-Naba'
সূরা না:৭৮
আয়াত:৪০
মোট শব্দ:১৭৩
মোট অক্ষর:৯৭০
রুকু সংখ্যা:
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:৮০
শ্লোক থেকে শুরু:৫৬৭২