Skip to main content

وَلَحْمِ
এবং গোশত (থাকবে)
طَيْرٍ
পাখির
مِّمَّا
তাহতে যা
يَشْتَهُونَ
তারা চাইবে (নিতে পারবে)

আর পাখীর গোশত যেটা তাদের মনে চাইবে,

ব্যাখ্যা

وَحُورٌ
এবং হুরসমূহ (থাকবে)
عِينٌ
ডাগর চোখ বিশিষ্ট

আর (সেখানে থাকবে) ডাগর ডাগর উজ্জ্বল সুন্দর চোখওয়ালা সুন্দরীরা,

ব্যাখ্যা

كَأَمْثَٰلِ
দৃষ্টান্ত মতো
ٱللُّؤْلُؤِ
মুক্তার
ٱلْمَكْنُونِ
লুকিয়েরাখা

সযত্নে লুকিয়ে রাখা মুক্তোর মত,

ব্যাখ্যা

جَزَآءًۢ
পুরষ্কার
بِمَا
ঐ বিষয়ের যা
كَانُوا۟
তারা ছিল
يَعْمَلُونَ
তারা কাজ করতে

তাদের কর্মের প্রতিদান হিসেবে!

ব্যাখ্যা

لَا
না
يَسْمَعُونَ
তারা শুনতেপাবে
فِيهَا
তার মধ্যে
لَغْوًا
অসারকথা
وَلَا
এবং না
تَأْثِيمًا
পাপের (কথা)

সেখানে তারা শুনবে না কোন অনর্থক কথাবার্তা, আর পাপের বুলি,

ব্যাখ্যা

إِلَّا
তবে
قِيلًا
বলা হবে
سَلَٰمًا
"সালাম"
سَلَٰمًا
"(আর) সালাম"

এমন কথা ছাড়া যা হবে শান্তিময়, নিরাপদ,

ব্যাখ্যা

وَأَصْحَٰبُ
এবং লোকগুলো
ٱلْيَمِينِ
ডানহাতের
مَآ
কি (ভাগ্যবান)
أَصْحَٰبُ
লোকগুলো
ٱلْيَمِينِ
ডানহাতের

আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল!

ব্যাখ্যা

فِى
মধ্যে
سِدْرٍ
কুলবৃক্ষসমূহের
مَّخْضُودٍ
কাঁটাহীন

তারা থাকবে কাঁটা বিহীন বরই গাছগুলোর মাঝে,

ব্যাখ্যা

وَطَلْحٍ
এবং কলাসমূহে
مَّنضُودٍ
থরে থরে সাজানো

কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা,

ব্যাখ্যা

وَظِلٍّ
ও ছায়ায়
مَّمْدُودٍ
বিস্তৃত

বিস্তীর্ণ অঞ্চল-জুড়া ছায়ায়,

ব্যাখ্যা