Skip to main content

يُبَصَّرُونَهُمْۚ
তাদেরকে দেখানো হবে
يَوَدُّ
ইচ্ছা করবে
ٱلْمُجْرِمُ
অপরাধী
لَوْ
যদি
يَفْتَدِى
মুক্তিপন দিতে পারত
مِنْ
থেকে
عَذَابِ
আযাব
يَوْمِئِذٍۭ
সেদিন
بِبَنِيهِ
তার সন্তানদের দ্বারা

যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে, অপরাধী সেদিনের ‘আযাব থেকে বাঁচার জন্য বিনিময়ে দিতে চাইবে তার সন্তানাদিকে,

ব্যাখ্যা

وَصَٰحِبَتِهِۦ
এবং তার স্ত্রী
وَأَخِيهِ
এবং তার ভাই,

তার স্ত্রী ও ভাইকে,

ব্যাখ্যা

وَفَصِيلَتِهِ
আর তার জ্ঞাতি-গোষ্ঠীকে
ٱلَّتِى
যা
تُـْٔوِيهِ
তাকে আশ্রয় দেয়

আর তার আত্মীয় গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত,

ব্যাখ্যা

وَمَن
এবং যা
فِى
মধ্যে্
ٱلْأَرْضِ
যমীনের
جَمِيعًا
সবকিছুই
ثُمَّ
তারপর
يُنجِيهِ
তাকে মুক্তি দিত

আর দুনিয়ার সব্বাইকে, যাতে তা তাকে রক্ষা করতে পারে।

ব্যাখ্যা

كَلَّآۖ
অবশ্যই নহে!
إِنَّهَا
নিশ্চয় তা
لَظَىٰ
লেলিহান আগুন

না, কক্ষনো নয়, ওটা জ্বলন্ত অগ্নিশিখা,

ব্যাখ্যা

نَزَّاعَةً
লেহনকারী
لِّلشَّوَىٰ
চামড়াকে

যা চামড়া তুলে দিবে,

ব্যাখ্যা

تَدْعُوا۟
আহবান করে
مَنْ
যে
أَدْبَرَ
পিঠ প্রদর্শন করে
وَتَوَلَّىٰ
ও মুখ ফিরিয়ে

জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে পেছনে ফিরে গিয়েছিল এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।

ব্যাখ্যা

وَجَمَعَ
এবং জমা করেছে
فَأَوْعَىٰٓ
অতঃপর তা সংরক্ষিত রেখেছে

সে মালধন জমা করত, অতঃপর তা আগলে রাখত,

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়
ٱلْإِنسَٰنَ
মানুষকে
خُلِقَ
সৃষ্টি করা হয়েছে
هَلُوعًا
অস্থির

মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থির-মনা করে,

ব্যাখ্যা

إِذَا
কখন
مَسَّهُ
তাকে স্পর্শ করে
ٱلشَّرُّ
মন্দ,
جَزُوعًا
দুর্দশাগ্রস্ত.

বিপদ তাকে স্পর্শ করলে সে হয় উৎকণ্ঠিত,

ব্যাখ্যা