Skip to main content
bismillah

إِذَا
যখন
زُلْزِلَتِ
প্রকম্পিত হবে
ٱلْأَرْضُ
পৃথিবী
زِلْزَالَهَا
তার (ভীষণ) কম্পনে

পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেয়া হবে,

ব্যাখ্যা

وَأَخْرَجَتِ
এবং বের করবে
ٱلْأَرْضُ
পৃথিবী
أَثْقَالَهَا
বোঝাগুলোকে তার

পৃথিবী তার (ভেতরের যাবতীয়) বোঝা বাইরে নিক্ষেপ করবে,

ব্যাখ্যা

وَقَالَ
এবং বলবে
ٱلْإِنسَٰنُ
মানুষ
مَا
"কি
لَهَا
হয়েছে তার"

এবং মানুষ বলবে ‘এর কী হয়েছে?’

ব্যাখ্যা

يَوْمَئِذٍ
সেদিন
تُحَدِّثُ
সে বর্ণনা করবে
أَخْبَارَهَا
তার বৃত্তান্ত

সে দিন পৃথিবী তার (নিজের উপর সংঘটিত) বৃত্তান্ত বর্ণনা করবে,

ব্যাখ্যা

بِأَنَّ
কেননা
رَبَّكَ
তোমার রব
أَوْحَىٰ
আদেশ করবেন (এইরূপ করার)
لَهَا
তাকে

কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন,

ব্যাখ্যা

يَوْمَئِذٍ
সেদিন
يَصْدُرُ
বের হবে
ٱلنَّاسُ
মানুষ
أَشْتَاتًا
দলে দলে ভাগ হয়ে
لِّيُرَوْا۟
দেখানোর জন্য
أَعْمَٰلَهُمْ
তাদের কৃতকর্মকে

সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়,

ব্যাখ্যা

فَمَن
অতঃপর যে
يَعْمَلْ
করবে
مِثْقَالَ
পরিমাণ
ذَرَّةٍ
অণু
خَيْرًا
সৎকর্ম
يَرَهُۥ
সে তা দেখবে

অতএব কেউ অণু পরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে,

ব্যাখ্যা

وَمَن
এবং যে
يَعْمَلْ
করবে
مِثْقَالَ
পরিমাণ
ذَرَّةٍ
অণু
شَرًّا
অসৎকর্ম
يَرَهُۥ
সে তা দেখবে

আর কেউ অণু পরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
যিলযাল
القرآن الكريم:الزلزلة
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Az-Zalzalah
সূরা না:99
আয়াত:8
মোট শব্দ:35
মোট অক্ষর:194
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মদিনা
উদ্ঘাটন আদেশ:93
শ্লোক থেকে শুরু:6138