اِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَۚ ( العلق: ١ )
পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন,
خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍۚ ( العلق: ٢ )
সৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্তপিন্ড হতে।
اِقْرَأْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ ( العلق: ٣ )
পাঠ কর, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল।
الَّذِيْ عَلَّمَ بِالْقَلَمِۙ ( العلق: ٤ )
যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে,
عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْۗ ( العلق: ٥ )
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না,
كَلَّآ اِنَّ الْاِنْسَانَ لَيَطْغٰىٓ ۙ ( العلق: ٦ )
না (এমন আচরণ করা) মোটেই ঠিক নয়, মানুষ অবশ্যই সীমালঙ্ঘন করে,
اَنْ رَّاٰهُ اسْتَغْنٰىۗ ( العلق: ٧ )
কারণ, সে নিজেকে অভাবমুক্ত মনে করে,
اِنَّ اِلٰى رَبِّكَ الرُّجْعٰىۗ ( العلق: ٨ )
নিঃসন্দেহে (সকলকে) ফিরে যেতে হবে তোমার প্রতিপালকের দিকে।
اَرَاَيْتَ الَّذِيْ يَنْهٰىۙ ( العلق: ٩ )
তুমি কি তাকে (অর্থাৎ আবূ জাহলকে) দেখেছ যে নিষেধ করে,
عَبْدًا اِذَا صَلّٰىۗ ( العلق: ١٠ )
এক বান্দাহকে [অর্থাৎ রসূলুল্লাহ (সা.)-কে] যখন সে নামায আদায় করতে থাকে?
| القرآن الكريم: | العلق |
|---|---|
| আধিপত্য একটি আয়াত (سجدة): | 19 |
| সূরা নাম (latin): | Al-'Alaq |
| সূরা না: | 96 |
| আয়াত: | 19 |
| মোট শব্দ: | 92 |
| মোট অক্ষর: | 280 |
| রুকু সংখ্যা: | 1 |
| অবতীর্ণ: | মক্কা |
| উদ্ঘাটন আদেশ: | 1 |
| শ্লোক থেকে শুরু: | 6106 |