Skip to main content
bismillah

وَٱلنَّجْمِ
শপথ তারকার
إِذَا
যখন
هَوَىٰ
অস্তমিত হয়

শপথ তারকার যখন তা অস্ত যায়,

ব্যাখ্যা

مَا
না
ضَلَّ
পথভ্রষ্ট হয়েছে
صَاحِبُكُمْ
তোমাদের সঙ্গী
وَمَا
আর না
غَوَىٰ
বিপথগামী হয়েছে

তোমাদের (মাঝে ছোট থেকে বড় হয়েছে সেই) সঙ্গী গুমরাহও নয় আর ভুলপথে পরিচালিতও নয়,

ব্যাখ্যা

وَمَا
এবং না
يَنطِقُ
সে কথা বলে
عَنِ
হতে
ٱلْهَوَىٰٓ
প্রবৃত্তির তাড়না

আর সে মনগড়া কথাও বলে না।

ব্যাখ্যা

إِنْ
নয়
هُوَ
তা
إِلَّا
এছাড়া
وَحْىٌ
ওহী
يُوحَىٰ
অবতীর্ণ করা হয় (যা)

তাতো ওয়াহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়,

ব্যাখ্যা

عَلَّمَهُۥ
তাকে শিক্ষা দিয়েছে
شَدِيدُ
(জিবরাইল) অত্যন্তপ্রবল
ٱلْقُوَىٰ
শক্তিতে

তাকে শিক্ষা দেয় শক্তিশালী,

ব্যাখ্যা

ذُو
আছে
مِرَّةٍ
কৌশলসম্পন্ন
فَٱسْتَوَىٰ
অতঃপর সে স্থির হয়ে (দাঁড়িয়ে) ছিল

প্রজ্ঞার অধিকারী (জিবরাঈল) সে নিজ আকৃতিতে স্থির হয়ে ছিল,

ব্যাখ্যা

وَهُوَ
এমতাবস্থায় সে (ছিল)
بِٱلْأُفُقِ
দিগন্তে
ٱلْأَعْلَىٰ
ঊর্ধ্ব

আর সে ছিল ঊর্ধ্ব দিগন্তে,

ব্যাখ্যা

ثُمَّ
এরপর
دَنَا
সে কাছে এল
فَتَدَلَّىٰ
অতঃপর শূন্যে ভেসে রইল

অতঃপর সে (নবীর) নিকটবর্তী হল, অতঃপর আসলো আরো নিকটে,

ব্যাখ্যা

فَكَانَ
ফলে সে হল
قَابَ
দূরত্বে
قَوْسَيْنِ
দুই ধনুকের
أَوْ
বা
أَدْنَىٰ
(তারও) কিছু কম

ফলে [নবী (সাঃ) ও জিবরাঈলের মাঝে] দুই ধনুকের ব্যবধান রইল অথবা আরো কম।

ব্যাখ্যা

فَأَوْحَىٰٓ
অতঃপর সে ওহী পৌঁছাল
إِلَىٰ
কাছে
عَبْدِهِۦ
তাঁর (অর্থাৎ আল্লাহর) বান্দার/ দাসের
مَآ
যা
أَوْحَىٰ
ওহী পৌঁছানোর

তখন (আল্লাহ) তাঁর বান্দাহর প্রতি ওয়াহী করলেন যা ওয়াহী করার ছিল।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আন-নাজম
القرآن الكريم:النجم
আধিপত্য একটি আয়াত (سجدة):62
সূরা নাম (latin):An-Najm
সূরা না:৫৩
আয়াত:৬২
মোট শব্দ:৩৬০
মোট অক্ষর:১৪০৫
রুকু সংখ্যা:
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:২৩
শ্লোক থেকে শুরু:৪৭৮৪