Skip to main content

مَا
না
كَذَبَ
মিথ্যা বলেছে
ٱلْفُؤَادُ
(তার) অন্তর
مَا
যা
رَأَىٰٓ
সে দেখেছে

(নবীর) অন্তঃকরণ মিথ্যে মনে করেনি যা সে দেখে ছিল।

ব্যাখ্যা

أَفَتُمَٰرُونَهُۥ
তার সাথে তোমরা এখন কি তর্ক করছ
عَلَىٰ
(তার) উপর
مَا
যা
يَرَىٰ
সে দেখেছে

সে যা দেখেছে সে বিষয়ে তোমরা কি তার সঙ্গে বিতর্ক করবে?

ব্যাখ্যা

وَلَقَدْ
এবং নিশ্চয়ই
رَءَاهُ
সে তাকে দেখেছে
نَزْلَةً
অবতরণে
أُخْرَىٰ
আরও একবার (আসল আকৃতিতে)

অবশ্যই সে [অর্থাৎ নবী (সা.)] তাকে [অর্থাৎ জিবরাঈল (আঃ)-কে] আরেকবার দেখেছিল

ব্যাখ্যা

عِندَ
কাছে
سِدْرَةِ
কুলগাছের
ٱلْمُنتَهَىٰ
(জড়জগতের) শেষপ্রান্তে

শেষসীমার বরই গাছের কাছে,

ব্যাখ্যা

عِندَهَا
তার কাছেই আছে
جَنَّةُ
জান্নাত
ٱلْمَأْوَىٰٓ
বসবাসের/ মাওয়া

যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।

ব্যাখ্যা

إِذْ
যখন
يَغْشَى
আচ্ছন্ন করেছিল
ٱلسِّدْرَةَ
কুলগাছটিকে
مَا
যা কিছু
يَغْشَىٰ
আচ্ছন্ন করেছিল

যখন গাছটি যা দিয়ে ঢেকে থাকার তা দিয়ে ঢাকা ছিল, (যার বর্ণনা মানুষের বোধগম্য নয়)

ব্যাখ্যা

مَا
না
زَاغَ
বিভ্রম হয়েছে
ٱلْبَصَرُ
দৃষ্টি
وَمَا
আর না
طَغَىٰ
সীমালঙ্ঘন করেছে

(নবীর) দৃষ্টি ভ্রমও ঘটেনি, সীমা ছাড়িয়েও যায়নি।

ব্যাখ্যা

لَقَدْ
নিশ্চয়ই
رَأَىٰ
সে দেখেছে
مِنْ
কিছু
ءَايَٰتِ
নিদর্শন
رَبِّهِ
তার রবের
ٱلْكُبْرَىٰٓ
বড় বড়

সে তার প্রতিপালকের বড় বড় নিদর্শন দেখেছিল।

ব্যাখ্যা

أَفَرَءَيْتُمُ
তোমরা তবে কি (ভেবে) দেখেছ
ٱللَّٰتَ
লাত
وَٱلْعُزَّىٰ
ও উযযা (সম্বন্ধে)

তোমরা কি লাত ও উযযা সম্পর্কে ভেবে দেখেছ?

ব্যাখ্যা

وَمَنَوٰةَ
এবং মানাত
ٱلثَّالِثَةَ
তৃতীয়
ٱلْأُخْرَىٰٓ
অপর (একটি দেবী)

আর তৃতীয় আরেকটি মানাৎ সম্পর্কে? (এ সব অক্ষম, বাকশক্তিহীন, নড়া-চড়ার শক্তিহীন মূর্তিগুলোর পূজা করা কতটা যুক্তিযুক্ত)

ব্যাখ্যা