Skip to main content
bismillah

إِذَا
যখন
ٱلشَّمْسُ
সূর্য
كُوِّرَتْ
নিষ্প্রভ হবে

যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে

ব্যাখ্যা

وَإِذَا
এবং যখন
ٱلنُّجُومُ
তারকাগুলো
ٱنكَدَرَتْ
খসে পড়বে

আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে।

ব্যাখ্যা

وَإِذَا
এবং যখন
ٱلْجِبَالُ
পাহাড়গুলো
سُيِّرَتْ
চালানো হবে

পর্বতগুলোকে যখন চলমান করা হবে,

ব্যাখ্যা

وَإِذَا
এবং যখন
ٱلْعِشَارُ
পূর্ণ গর্ভবতী উট
عُطِّلَتْ
উপেক্ষিত হবে

যখন দশ মাসের গর্ভবতী উটনিগুলোকে অযত্নে পরিত্যাগ করা হবে,

ব্যাখ্যা

وَإِذَا
ও যখন
ٱلْوُحُوشُ
বন্য পশুদের
حُشِرَتْ
একত্র করা হবে

যখন বনের জন্তু জানোয়ারকে (বন থেকে গুটিয়ে এনে লোকালয়ে) একত্রিত করা হবে,

ব্যাখ্যা

وَإِذَا
এবং যখন
ٱلْبِحَارُ
সাগরগুলো
سُجِّرَتْ
প্রজ্বলিত করা হবে

যখন সমুদ্রগুলোকে প্রজ্জ্বলিত করে উত্তাল করা হবে।

ব্যাখ্যা

وَإِذَا
এবং যখন
ٱلنُّفُوسُ
আত্মাগুলোকে
زُوِّجَتْ
জুড়ে দেয়া হবে (শরীরের সাথে)

যখন দেহের সঙ্গে আত্মাগুলোকে আবার জুড়ে দেয়া হবে,

ব্যাখ্যা

وَإِذَا
এবং যখন
ٱلْمَوْءُۥدَةُ
জীবন্ত কবর দেয়া কন্যাকে
سُئِلَتْ
জিজ্ঞাসা করা হবে

যখন জীবন্ত পুঁতে-ফেলা কন্যা-শিশুকে জিজ্ঞেস করা হবে,

ব্যাখ্যা

بِأَىِّ
কোন কারণে
ذَنۢبٍ
দোষের
قُتِلَتْ
তাকে হত্যা করা হয়েছে

কোন্ অপরাধে তাকে হত্যা করা হয়েছে?

ব্যাখ্যা

وَإِذَا
এবং যখন
ٱلصُّحُفُ
আমলনামাগুলো
نُشِرَتْ
উন্মোচিত হবে

যখন ‘আমালনামাগুলো খুলে ধরা হবে,

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আত-তাকভীর
القرآن الكريم:التكوير
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):At-Takwir
সূরা না:81
আয়াত:29
মোট শব্দ:104
মোট অক্ষর:530
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:7
শ্লোক থেকে শুরু:5800