سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ ( الأعلى: ١ )
তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
الَّذِيْ خَلَقَ فَسَوّٰىۖ ( الأعلى: ٢ )
যিনি সৃষ্টি করেছেন অতঃপর করেছেন (দেহের প্রতিটি অঙ্গকে) সামঞ্জস্যপূর্ণ।
وَالَّذِيْ قَدَّرَ فَهَدٰىۖ ( الأعلى: ٣ )
যিনি সকল বস্তুকে পরিমাণ মত সৃষ্টি করেছেন, অতঃপর (জীবনে চলার) পথনির্দেশ করেছেন।
وَالَّذِيْٓ اَخْرَجَ الْمَرْعٰىۖ ( الأعلى: ٤ )
যিনি তৃণ ইত্যাদি বের করেছেন।
فَجَعَلَهٗ غُثَاۤءً اَحْوٰىۖ ( الأعلى: ٥ )
অতঃপর তাকে কাল আবর্জনায় পরিণত করেছেন।
سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰىٓ ۖ ( الأعلى: ٦ )
আমি তোমাকে পড়িয়ে দেব, যার ফলে তুমি ভুলে যাবে না।
اِلَّا مَا شَاۤءَ اللّٰهُ ۗاِنَّهٗ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفٰىۗ ( الأعلى: ٧ )
তবে ওটা বাদে যেটা আল্লাহ (রহিত করার) ইচ্ছে করবেন। তিনি জানেন যা প্রকাশ্য আর যা গোপন।
وَنُيَسِّرُكَ لِلْيُسْرٰىۖ ( الأعلى: ٨ )
আমি তোমার জন্য সহজপথ (অনুসরণ করা) আরো সহজ করে দেব।
فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰىۗ ( الأعلى: ٩ )
কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়।
سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰىۙ ( الأعلى: ١٠ )
যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।
| القرآن الكريم: | الأعلى |
|---|---|
| আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
| সূরা নাম (latin): | Al-A'la |
| সূরা না: | 87 |
| আয়াত: | 19 |
| মোট শব্দ: | 72 |
| মোট অক্ষর: | 291 |
| রুকু সংখ্যা: | 1 |
| অবতীর্ণ: | মক্কা |
| উদ্ঘাটন আদেশ: | 8 |
| শ্লোক থেকে শুরু: | 5948 |