Skip to main content

وَثَمُودَا۟
এবং সামুদকেও
فَمَآ
অতঃপর না
أَبْقَىٰ
অবশিষ্ট রেখেছেন

আর সামূদ জাতিকেও, তাদের একজনকেও বাকী রাখেননি।

ব্যাখ্যা

وَقَوْمَ
এবং জাতিকে
نُوحٍ
নূহের
مِّن
থেকে
قَبْلُۖ
ইতিপূর্বে(ধংস করেছেন)
إِنَّهُمْ
তারা নিশ্চয়ই
كَانُوا۟
ছিল
هُمْ
তারা
أَظْلَمَ
বড়ই সীমালঙ্ঘনকারী
وَأَطْغَىٰ
ও অতি অবাধ্য

আর তার পূর্বে নূহের জাতিকেও, তারা ছিল অত্যধিক যালিম ও সীমালঙ্ঘনকারী।

ব্যাখ্যা

وَٱلْمُؤْتَفِكَةَ
এবং উল্টে দেওয়া জনবসতিসমূহকে
أَهْوَىٰ
শূন্যে তুলে নিক্ষেপ করেছিলেন

তিনি (লূত জাতির) উল্টানো আবাস ভূমিকে উঠিয়ে নিক্ষেপ করেছিলেন,

ব্যাখ্যা

فَغَشَّىٰهَا
তাকে অতঃপর ঢেকে দিল
مَا
যা
غَشَّىٰ
ঢেকে দেওয়ার ছিল

অতঃপর তাকে আচ্ছন্ন করল যা তাকে আচ্ছন্ন করেছে।

ব্যাখ্যা

فَبِأَىِّ
অতএব কোন
ءَالَآءِ
অনুগ্রহ সমূহকে
رَبِّكَ
তোমার রবের
تَتَمَارَىٰ
তুমি সন্দেহ করবে

অতএব তুমি তোমার প্রতিপালকের কোন নি‘মাতে সন্দেহ পোষণ করবে?

ব্যাখ্যা

هَٰذَا
এই
نَذِيرٌ
সতর্কবাণীও (অন্যতম)
مِّنَ
মধ্য হতে
ٱلنُّذُرِ
সতর্কবাণী সমূহের
ٱلْأُولَىٰٓ
অতীতের (আসা)

অতীতের সতর্ককারীদের মত এ (নবীও) একজন সতর্ককারী।

ব্যাখ্যা

أَزِفَتِ
নিকটে এসেছে
ٱلْءَازِفَةُ
নিকটে আগমনকারী (মুহূর্ত অর্থাৎ কিয়ামাত)

আগমনকারী মুহূর্ত (ক্বিয়ামত) নিকটবর্তী।

ব্যাখ্যা

لَيْسَ
নেই
لَهَا
তার জন্যে
مِن
মধ্য হতে
دُونِ
ছাড়া
ٱللَّهِ
আল্লাহ
كَاشِفَةٌ
কোনো প্রকাশকারী

আল্লাহ ছাড়া কেউ তা সরাতে পারে না (বা প্রকাশ করতে পারে না)।

ব্যাখ্যা

أَفَمِنْ
তবে কি হতে
هَٰذَا
এই
ٱلْحَدِيثِ
কথা
تَعْجَبُونَ
তোমরা অবাক হচ্ছ

তোমরা কি এ কথায় বিস্মিত হচ্ছ?

ব্যাখ্যা

وَتَضْحَكُونَ
এবং তোমরা হাসি ঠাট্টা করছ
وَلَا
অথচ না
تَبْكُونَ
তোমরা কাঁদছ

আর হাসছ, কাঁদছ না?

ব্যাখ্যা