سَأَلَ
জিজ্ঞাসা করল
سَآئِلٌۢ
এক প্রশ্নকারী
بِعَذَابٍ
এমন আযাব সম্পর্কে
وَاقِعٍ
যা আপতিত হবে
এক ব্যক্তি চাইল সে ‘আযাব যা অবশ্যই সংঘটিত হবে।
لِّلْكَٰفِرِينَ
কাফিরদের উপর,
لَيْسَ
নেই
لَهُۥ
তার
دَافِعٌ
কোন প্রতিরোধকারী
কাফিরদের জন্য তা প্রতিরোধ করার কেউ নেই
مِّنَ
থেকে
ٱللَّهِ
আল্লাহ,
ذِى
মালিক
ٱلْمَعَارِجِ
ঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী
(যে শাস্তি আসবে) আল্লাহর নিকট হতে যিনি আসমানে উঠার সিঁড়িগুলোর মালিক,
تَعْرُجُ
চড়ে
ٱلْمَلَٰٓئِكَةُ
ফেরেশতাগণ
وَٱلرُّوحُ
ও রূহ(জিবরাঈল)
إِلَيْهِ
তাকে
فِى
মধ্যে
يَوْمٍ
একদিনের
كَانَ
[হয়]
مِقْدَارُهُۥ
তার পরিমাপ
خَمْسِينَ
পঞ্চাশ (হয়)
أَلْفَ
হাজার
سَنَةٍ
বছর
ফেরেশতা এবং রূহ (অর্থাৎ জিবরীল) আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
فَٱصْبِرْ
সুতরাং, ধৈর্য ধরুন
صَبْرًا
ধৈর্য
جَمِيلًا
উত্তম
সুতরাং (হে নবী!) ধৈর্য ধর- সুন্দর সৌজন্যমূলক ধৈর্য।
وَتَكُونُ
এবং হবে
ٱلْجِبَالُ
পর্বতসমূহ
كَٱلْعِهْنِ
রঙিন পশমের মত,
আর পাহাড়গুলো হবে রঙ্গীণ পশমের মত,
القرآن الكريم: | المعارج |
---|---|
আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
সূরা নাম (latin): | Al-Ma'arij |
সূরা না: | ৭০ |
আয়াত: | ৪৪ |
মোট শব্দ: | ২২৪ |
মোট অক্ষর: | ৯২০ |
রুকু সংখ্যা: | ২ |
অবতীর্ণ: | মক্কা |
উদ্ঘাটন আদেশ: | ৭৯ |
শ্লোক থেকে শুরু: | ৫৩৭৫ |