قُمِ
উঠো
ٱلَّيْلَ
রাতে (ইবাদত করো)
إِلَّا
ব্যতীত
قَلِيلًا
কিছু অংশ
রাতে নামাযে দাঁড়াও তবে (রাতের) কিছু অংশ বাদে,
نِّصْفَهُۥٓ
তার অর্ধেক
أَوِ
বা
ٱنقُصْ
কম করো
مِنْهُ
তা থেকে
قَلِيلًا
সামান্য
রাতের অর্ধেক (সময় দাঁড়াও) কিংবা তার থেকে কিছুটা কম কর,
أَوْ
অথবা
زِدْ
বাড়াও
عَلَيْهِ
তার উপর
وَرَتِّلِ
এবং আবৃতি করো ধীরে ধীরে
ٱلْقُرْءَانَ
কুরআন
تَرْتِيلًا
তারতিলসহ
অথবা তার চেয়ে বাড়াও, আর ধীরে ধীরে সুস্পষ্টভাবে কুরআন পাঠ কর।
إِنَّا
আমরা নিশ্চয়
سَنُلْقِى
অর্পণ আমরা শিঘ্রই করবো
عَلَيْكَ
তোমার উপর
قَوْلًا
বাণী
ثَقِيلًا
ভারী
আমি তোমার উপর গুরুভার কালাম নাযিল করব (বিশ্বের বুকে যার প্রচার ও প্রতিষ্ঠা করার দায়িত্বভার অতি বড় কঠিন কাজ)।
إِنَّ
নিশ্চয়
نَاشِئَةَ
উথান (শয্যা ত্যাগ)
ٱلَّيْلِ
রাত্রি কালের
هِىَ
তা
أَشَدُّ
প্রবলতর
وَطْـًٔا
দলনে (প্রবৃত্তি)
وَأَقْوَمُ
এবং সঠিকতর
قِيلًا
বাক্য স্ফুরণে
বাস্তবিকই রাতে বিছানা ছেড়ে উঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং (কুরআন) স্পষ্ট উচ্চারণের অনুকূল।
إِنَّ
নিশ্চয়
لَكَ
তোমার জন্যে
فِى
মধ্যে
ٱلنَّهَارِ
দিনে
سَبْحًا
ব্যস্ততা
طَوِيلًا
দীর্ঘ
দিনের বেলায় তোমার জন্য আছে দীর্ঘ কর্মব্যস্ততা।
وَٱذْكُرِ
এবং তুমি স্মরণ করো
ٱسْمَ
নাম
رَبِّكَ
তোমার রবের
وَتَبَتَّلْ
এবং নিমগ্ন হও
إِلَيْهِ
তার দিকে
تَبْتِيلًا
খুব নিমগ্ন হয়ে
কাজেই তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ কর এবং একাগ্রচিত্তে তাঁর প্রতি মগ্ন হও।
رَّبُّ
রব
ٱلْمَشْرِقِ
পূর্ব
وَٱلْمَغْرِبِ
ও পশ্চিমের
لَآ
নেই
إِلَٰهَ
(কোন) ইলাহ
إِلَّا
ছাড়া
هُوَ
তিনি
فَٱتَّخِذْهُ
তাকেই গ্রহণ সুতরাং করো
وَكِيلًا
কর্ম বিধায়ক রূপে
(তিনি) পূর্ব ও পশ্চিমের সর্বময় কর্তা, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, অতএব তাঁকেই তুমি তোমার কার্য সম্পদানকারী বানিয়ে লও।
وَٱصْبِرْ
এবং সবর করো
عَلَىٰ
উপর
مَا
যা
يَقُولُونَ
তারা বলেছে
وَٱهْجُرْهُمْ
এবং তাদের পরিহার করো
هَجْرًا
পরিহার
جَمِيلًا
উত্তম
তারা যা বলে সে ব্যাপারে ধৈর্য ধারণ কর আর ভদ্রতার সঙ্গে তাদেরকে পরিহার ক’রে চল।
القرآن الكريم: | المزمل |
---|---|
আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
সূরা নাম (latin): | Al-Muzzammil |
সূরা না: | 73 |
আয়াত: | 20 |
মোট শব্দ: | 285 |
মোট অক্ষর: | 838 |
রুকু সংখ্যা: | 2 |
অবতীর্ণ: | মক্কা |
উদ্ঘাটন আদেশ: | 3 |
শ্লোক থেকে শুরু: | 5475 |