وَيَتَجَنَّبُهَا
আর তা পাশ কাটাবে/ উপেক্ষা করবে
ٱلْأَشْقَى
নিতান্তই হতভাগা
আর তা উপেক্ষা করবে যে চরম হতভাগা।
ثُمَّ
অতঃপর
لَا
না
يَمُوتُ
সে মরবে
فِيهَا
তার মধ্যে
وَلَا
আর না
يَحْيَىٰ
বাঁচবে
অতঃপর সেখানে সে না (মরার মত) মরবে, আর না (বাঁচার মত) বাঁচবে।
قَدْ
নিশ্চয়ই
أَفْلَحَ
সে সাফল্য পেলো
مَن
যে
تَزَكَّىٰ
পবিত্র হলো
সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে,
وَذَكَرَ
স্মরণ করল
ٱسْمَ
নাম
رَبِّهِۦ
তার রবের
فَصَلَّىٰ
অতঃপর সে সালাত পড়ল
আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায কায়েম করে।
بَلْ
বরং
تُؤْثِرُونَ
তোমরা প্রাধান্য দাও
ٱلْحَيَوٰةَ
জীবনকে
ٱلدُّنْيَا
দুনিয়ার/ পার্থিব
কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও,
إِنَّ
নিশ্চয়ই
هَٰذَا
এটা (ছিল)
لَفِى
অবশ্যই মধ্যে
ٱلصُّحُفِ
সহীফাসমূহের
ٱلْأُولَىٰ
পূর্ববর্তী
আগের কিতাবগুলোতে এ কথা (লিপিবদ্ধ) আছে,