Skip to main content

وَيَتَجَنَّبُهَا
আর তা পাশ কাটাবে/ উপেক্ষা করবে
ٱلْأَشْقَى
নিতান্তই হতভাগা

আর তা উপেক্ষা করবে যে চরম হতভাগা।

ব্যাখ্যা

ٱلَّذِى
যে
يَصْلَى
প্রবেশ করবে
ٱلنَّارَ
আগুনে
ٱلْكُبْرَىٰ
ভয়াবহ

যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।

ব্যাখ্যা

ثُمَّ
অতঃপর
لَا
না
يَمُوتُ
সে মরবে
فِيهَا
তার মধ্যে
وَلَا
আর না
يَحْيَىٰ
বাঁচবে

অতঃপর সেখানে সে না (মরার মত) মরবে, আর না (বাঁচার মত) বাঁচবে।

ব্যাখ্যা

قَدْ
নিশ্চয়ই
أَفْلَحَ
সে সাফল্য পেলো
مَن
যে
تَزَكَّىٰ
পবিত্র হলো

সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে,

ব্যাখ্যা

وَذَكَرَ
স্মরণ করল
ٱسْمَ
নাম
رَبِّهِۦ
তার রবের
فَصَلَّىٰ
অতঃপর সে সালাত পড়ল

আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায কায়েম করে।

ব্যাখ্যা

بَلْ
বরং
تُؤْثِرُونَ
তোমরা প্রাধান্য দাও
ٱلْحَيَوٰةَ
জীবনকে
ٱلدُّنْيَا
দুনিয়ার/ পার্থিব

কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও,

ব্যাখ্যা

وَٱلْءَاخِرَةُ
অথচ পরকাল
خَيْرٌ
উত্তম
وَأَبْقَىٰٓ
ও স্থায়ী

অথচ আখিরাতই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী।

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়ই
هَٰذَا
এটা (ছিল)
لَفِى
অবশ্যই মধ্যে
ٱلصُّحُفِ
সহীফাসমূহের
ٱلْأُولَىٰ
পূর্ববর্তী

আগের কিতাবগুলোতে এ কথা (লিপিবদ্ধ) আছে,

ব্যাখ্যা

صُحُفِ
সহীফাসমূহে
إِبْرَٰهِيمَ
ইব্রাহীমের
وَمُوسَىٰ
ও মূসার

ইবরাহীম ও মূসার কিতাবে।

ব্যাখ্যা