ٱلشَّمْسُ
সূর্য
وَٱلْقَمَرُ
ও চাঁদ
بِحُسْبَانٍ
একটি হিসাব অনুসরণ করেই চলে
সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী।
وَٱلنَّجْمُ
এবং তারকা
وَٱلشَّجَرُ
ও গাছপালা
يَسْجُدَانِ
উভয়ে সিজদারত
তৃণলতা গাছপালা (তাঁরই জন্য) সাজদায় অবনত,
وَٱلسَّمَآءَ
এবং আকাশকে
رَفَعَهَا
তা সমুন্নত করেছেন তিনি
وَوَضَعَ
ও স্থাপন করেছেন
ٱلْمِيزَانَ
মানদণ্ড
তিনি আকাশকে করেছেন সমুন্নত, আর স্থাপন করেছেন (ন্যায়ের) মানদন্ড,
أَلَّا
(ঐকান্তিক দাবি) না যেন
تَطْغَوْا۟
তোমরা সীমা লঙ্ঘন কর
فِى
মধ্যে
ٱلْمِيزَانِ
মানদণ্ডের
যাতে তোমরা মানদন্ডে সীমালঙ্ঘন না কর,
وَأَقِيمُوا۟
এবং তোমরা প্রতিষ্ঠা করো
ٱلْوَزْنَ
ওজন
بِٱلْقِسْطِ
ন্যায্য ভাবে
وَلَا
এবং না
تُخْسِرُوا۟
তোমরা কম দিয়ো
ٱلْمِيزَانَ
দাঁড়িপাল্লায়/ পরিমাপে
সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা কর আর ওজনে কম দিও না,
وَٱلْأَرْضَ
এবং পৃথিবীকে
وَضَعَهَا
তা তিনি স্থাপন করেছেন
لِلْأَنَامِ
সৃষ্ট জীবের জন্যে
আর যমীন- তিনি (তাঁর) প্রাণীকুলের জন্য তাকে করেছেন বিস্তৃত,
القرآن الكريم: | الرحمن |
---|---|
আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
সূরা নাম (latin): | Ar-Rahman |
সূরা না: | ৫৫ |
আয়াত: | ৭৮ |
মোট শব্দ: | ৩৫১ |
মোট অক্ষর: | ১৬৩৬ |
রুকু সংখ্যা: | ৩ |
অবতীর্ণ: | মদিনা |
উদ্ঘাটন আদেশ: | ৯৭ |
শ্লোক থেকে শুরু: | ৪৯০১ |