اَلرَّحْمٰنُۙ ( الرحمن: ١ )
পরম দয়ালু (আল্লাহ),
عَلَّمَ الْقُرْاٰنَۗ ( الرحمن: ٢ )
তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন,
خَلَقَ الْاِنْسَانَۙ ( الرحمن: ٣ )
তিনিই মানুষ সৃষ্টি করেছেন,
عَلَّمَهُ الْبَيَانَ ( الرحمن: ٤ )
তিনিই শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে,
اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍۙ ( الرحمن: ٥ )
সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী।
وَّالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ ( الرحمن: ٦ )
তৃণলতা গাছপালা (তাঁরই জন্য) সাজদায় অবনত,
وَالسَّمَاۤءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيْزَانَۙ ( الرحمن: ٧ )
তিনি আকাশকে করেছেন সমুন্নত, আর স্থাপন করেছেন (ন্যায়ের) মানদন্ড,
اَلَّا تَطْغَوْا فِى الْمِيْزَانِ ( الرحمن: ٨ )
যাতে তোমরা মানদন্ডে সীমালঙ্ঘন না কর,
وَاَقِيْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيْزَانَ ( الرحمن: ٩ )
সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা কর আর ওজনে কম দিও না,
وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِۙ ( الرحمن: ١٠ )
আর যমীন- তিনি (তাঁর) প্রাণীকুলের জন্য তাকে করেছেন বিস্তৃত,
| القرآن الكريم: | الرحمن |
|---|---|
| আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
| সূরা নাম (latin): | Ar-Rahman |
| সূরা না: | 55 |
| আয়াত: | 78 |
| মোট শব্দ: | 351 |
| মোট অক্ষর: | 1636 |
| রুকু সংখ্যা: | 3 |
| অবতীর্ণ: | মদিনা |
| উদ্ঘাটন আদেশ: | 97 |
| শ্লোক থেকে শুরু: | 4901 |