هَلْ اَتٰىكَ حَدِيْثُ الْغَاشِيَةِۗ ( الغاشية: ١ )
(সব কিছুকে) আচ্ছন্নকারী কিয়ামাতের খবর তোমার কাছে পৌঁছেছে কি?
وُجُوْهٌ يَّوْمَىِٕذٍ خَاشِعَةٌ ۙ ( الغاشية: ٢ )
কতক মুখ সেদিন নীচু হবে
عَامِلَةٌ نَّاصِبَةٌ ۙ ( الغاشية: ٣ )
হবে কর্মক্লান্ত, শ্রান্ত।
تَصْلٰى نَارًا حَامِيَةً ۙ ( الغاشية: ٤ )
তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
تُسْقٰى مِنْ عَيْنٍ اٰنِيَةٍ ۗ ( الغاشية: ٥ )
টগবগে ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে।
لَيْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِيْعٍۙ ( الغاشية: ٦ )
কাঁটাযুক্ত শুকনো ঘাস ছাড়া তাদের জন্য আর কোন খাদ্য থাকবে না।
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِيْ مِنْ جُوْعٍۗ ( الغاشية: ٧ )
যা পুষ্টিসাধন করবে না, আর ক্ষুধাও মিটাবে না।
وُجُوْهٌ يَّوْمَىِٕذٍ نَّاعِمَةٌ ۙ ( الغاشية: ٨ )
কতক মুখ সেদিন হবে আনন্দে উজ্জ্বল।
لِّسَعْيِهَا رَاضِيَةٌ ۙ ( الغاشية: ٩ )
নিজেদের চেষ্টা-সাধনার জন্য সন্তুষ্ট।
فِيْ جَنَّةٍ عَالِيَةٍۙ ( الغاشية: ١٠ )
উচ্চ মর্যাদাপূর্ণ জান্নাতে,
| القرآن الكريم: | الغاشية |
|---|---|
| আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
| সূরা নাম (latin): | Al-Gasyiyah |
| সূরা না: | 88 |
| আয়াত: | 26 |
| মোট শব্দ: | 92 |
| মোট অক্ষর: | 381 |
| রুকু সংখ্যা: | 1 |
| অবতীর্ণ: | মক্কা |
| উদ্ঘাটন আদেশ: | 68 |
| শ্লোক থেকে শুরু: | 5967 |