Skip to main content

قَالَ
তিনি বললেন
خُذْهَا
"তা ধরো
وَلَا
এবং না
تَخَفْۖ
ভয় করো তুমি
سَنُعِيدُهَا
অচিরেই তা ফিরিয়ে দিবো আমরা
سِيرَتَهَا
তার অবস্থায়
ٱلْأُولَىٰ
পূর্বের

আল্লাহ বললেন, ‘ওটাকে ধর, ভয় পেও না, আমি সেটাকে এক্ষুনি তার আগের রূপে ফিরিয়ে দেব।

ব্যাখ্যা

وَٱضْمُمْ
এবং চেপে ধরো
يَدَكَ
তোমার হাত
إِلَىٰ
মধ্যে
جَنَاحِكَ
তোমার বগলের
تَخْرُجْ
বের হবে তা
بَيْضَآءَ
উজ্জ্বল
مِنْ
কোন
غَيْرِ
ছাড়াই
سُوٓءٍ
দোষ
ءَايَةً
নিদর্শন
أُخْرَىٰ
অপর ( একটি )

আর তোমার হাত বগলে দিয়ে টান, তা ক্ষতিকর নয় এমন শুভ্রোজ্জ্বল হয়ে বের হয়ে আসবে- অন্য আরেকটি নিদর্শন হিসেবে।

ব্যাখ্যা

لِنُرِيَكَ
তোমাকে যেন আমরা দেখাই
مِنْ
মধ্য হ'তে
ءَايَٰتِنَا
আমাদের নিদর্শনাবলীর
ٱلْكُبْرَى
বড় বড় ( কয়েকটি )

যাতে আমি তোমাকে আমার বড় বড় নিদর্শনগুলোর কিছু দেখাতে পারি।

ব্যাখ্যা

ٱذْهَبْ
তুমি যাও
إِلَىٰ
কাছে
فِرْعَوْنَ
ফিরআউনের
إِنَّهُۥ
সে নিশ্চয়ই
طَغَىٰ
সীমালঙ্ঘন করেছে"

ফেরাউনের কাছে যাও, বাস্তবিকই সে সীমালঙ্ঘন করেছে।’

ব্যাখ্যা

قَالَ
( মূসা ) বললো
رَبِّ
"হে আমার রব
ٱشْرَحْ
প্রশস্ত করো
لِى
আমার জন্যে
صَدْرِى
আমার বক্ষ

মূসা বলল, ‘হে আমার প্রতিপালক! আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও

ব্যাখ্যা

وَيَسِّرْ
এবং সহজ করো
لِىٓ
আমার জন্যে
أَمْرِى
আমার কাজ

আর আমার জন্য আমার কাজকে সহজ করে দাও।

ব্যাখ্যা

وَٱحْلُلْ
এবং খুলে দাও
عُقْدَةً
গিরা (জড়তা)
مِّن
থেকে
لِّسَانِى
আমার জিহবার

আমার জিহ্বার জড়তা দূর করে দাও।

ব্যাখ্যা

يَفْقَهُوا۟
তারা বুঝে ( যেন )
قَوْلِى
আমার কথা

যাতে তারা আমার কথা বুঝতে পারে।

ব্যাখ্যা

وَٱجْعَل
এবং বানিয়ে দাও
لِّى
আমার জন্যে
وَزِيرًا
একজন সাহায্যকারী
مِّنْ
মধ্য হ'তে
أَهْلِى
আমার পরিবারের

আর আমার পরিবার হতে আমার জন্য একজন সাহায্যকারী বানিয়ে দাও।

ব্যাখ্যা

هَٰرُونَ
হারুনকে
أَخِى
( যে ) আমার ভাই

আমার ভাই হারূনকে।

ব্যাখ্যা