Skip to main content

ثُمَّ
"এরপর
إِنَّكُمْ
নিশ্চয়ই তোমরা
أَيُّهَا
হে
ٱلضَّآلُّونَ
পথভ্রষ্টরা
ٱلْمُكَذِّبُونَ
মিথ্যারোপকারীরা

তখন হে গুমরাহ (সত্য) প্রত্যাখ্যানকারীরা!

ব্যাখ্যা

لَءَاكِلُونَ
অবশ্যই আহার করবে
مِن
থেকে
شَجَرٍ
গাছ
مِّن
থেকে
زَقُّومٍ
যাক্কুমের

তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে আহার করবে,

ব্যাখ্যা

فَمَالِـُٔونَ
অতঃপর পূর্ণ করবে
مِنْهَا
তা দিয়ে
ٱلْبُطُونَ
পেট সমূহকে

তা দিয়ে তোমরা তোমাদের পেট ভর্তি করবে,

ব্যাখ্যা

فَشَٰرِبُونَ
অতঃপর পান করবে
عَلَيْهِ
তার উপর
مِنَ
থেকে
ٱلْحَمِيمِ
ফুটন্ত পানি

আর তার উপর পান করবে ফুটন্ত পানি,

ব্যাখ্যা

فَشَٰرِبُونَ
অতঃপর পান করবে
شُرْبَ
পান করার (মত)
ٱلْهِيمِ
পিপাসার্ত উট সমূহের"

আর তা পান করবে পিপাসা-কাতর উটের মত

ব্যাখ্যা

هَٰذَا
এটা
نُزُلُهُمْ
তাদের আপ্যায়ন (হবে)
يَوْمَ
দিনে
ٱلدِّينِ
কিয়ামতের

প্রতিফল দেয়ার দিনে এই হবে তাদের আপ্যায়ন

ব্যাখ্যা

نَحْنُ
আমরা
خَلَقْنَٰكُمْ
তোমাদেরকে সৃষ্টি করেছি
فَلَوْلَا
কেন তবুও না
تُصَدِّقُونَ
তোমার বিশ্বাস কর

আমিই তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে তোমরা সত্যকে বিশ্বাস করবে না কেন?

ব্যাখ্যা

أَفَرَءَيْتُم
তোমরা (ভেবে) দেখেছ কি তাহলে
مَّا
যা
تُمْنُونَ
তোমরা বীর্যপাত কর

তোমরা কি ভেবে দেখেছ- তোমরা যে বীর্য নিক্ষেপ কর,

ব্যাখ্যা

ءَأَنتُمْ
তোমরা কি
تَخْلُقُونَهُۥٓ
তা সৃষ্টি কর
أَمْ
না
نَحْنُ
আমরা
ٱلْخَٰلِقُونَ
সৃষ্টিকারী

তা কি তোমরা সৃষ্টি কর, না তার সৃষ্টিকর্তা আমিই।

ব্যাখ্যা

نَحْنُ
আমরা
قَدَّرْنَا
নির্ধারণ করেছি
بَيْنَكُمُ
তোমাদের মাঝে
ٱلْمَوْتَ
মৃত্যু
وَمَا
এবং না
نَحْنُ
আমরা
بِمَسْبُوقِينَ
অক্ষম

তোমাদের মধ্যে মৃত্যু আমিই নির্ধারণ করি, আর আমি কিছুমাত্র অক্ষম নই

ব্যাখ্যা