تَظُنُّ
ধারণা করবে
أَن
যে
يُفْعَلَ
করা হবে
بِهَا
তার সাথে
فَاقِرَةٌ
কোমর চূর্ণ আচরণ
তারা ধারণা করবে যে, তাদের সঙ্গে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।
كَلَّآ
কক্ষন না
إِذَا
যখন
بَلَغَتِ
পৌছবে
ٱلتَّرَاقِىَ
কণ্ঠ দেশে (প্রাণ)
(তোমরা যে ভাবছ ক্বিয়ামত হবে না সেটা) কক্ষনো নয়, প্রাণ যখন কণ্ঠে এসে পৌঁছবে,
وَقِيلَ
এবং বলা হবে
مَنْۜ
"কে
رَاقٍ
ঝাড়ফুককারী"
তখন বলা হবে, (তাকে বাঁচানোর জন্য) ঝাড়ফুঁক দেয়ার কেউ আছে কি?
وَظَنَّ
এবং সে মনে করবে
أَنَّهُ
তার যে
ٱلْفِرَاقُ
বিদায়ক্ষণ
সে (অর্থাৎ মুমূর্ষু ব্যক্তি) মনে করবে যে, (দুনিয়া হতে) বিদায়ের ক্ষণ এসে গেছে।
وَٱلْتَفَّتِ
এবং জড়িয়ে যাবে
ٱلسَّاقُ
পিন্ডলির
بِٱلسَّاقِ
পিন্ডলি সাথে
আর জড়িয়ে যাবে এক পায়ের নলা আরেক পায়ের নলার সাথে।
إِلَىٰ
দিকে
رَبِّكَ
তোমার রবের
يَوْمَئِذٍ
সে দিন
ٱلْمَسَاقُ
যাত্রা
সেদিন (সব কিছুর) যাত্রা হবে তোমার প্রতিপালকের পানে।