وَإِذَا
এবং যখন
ٱلْكَوَاكِبُ
তারাগুলো
ٱنتَثَرَتْ
বিক্ষিপ্ত হবে
যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে (ঝরে) পড়বে,
عَلِمَتْ
জানবে
نَفْسٌ
প্রত্যেক ব্যক্তি
مَّا
যা
قَدَّمَتْ
সে আগে পাঠিয়েছে
وَأَخَّرَتْ
এবং পিছনে ছেড়েছে
তখন প্রত্যেকে জেনে নিবে সে কী আগে পাঠিয়েছিল, আর কী পেছনে ছেড়ে এসেছিল।
يَٰٓأَيُّهَا
হে
ٱلْإِنسَٰنُ
মানুষ
مَا
কিসে
غَرَّكَ
তোমাকে ধোঁকা দিয়েছে
بِرَبِّكَ
তোমার রবের ব্যাপারে
ٱلْكَرِيمِ
মহান
হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?
ٱلَّذِى
যিনি
خَلَقَكَ
তোমাকে সৃষ্টি করেছেন
فَسَوَّىٰكَ
অতঃপর তোমাকে সুঠাম করেছেন
فَعَدَلَكَ
অতঃপর তোমাকে সুসামঞ্জস্য করেছেন
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ।
فِىٓ
মধ্যে
أَىِّ
যে
صُورَةٍ
আকৃতিতে
مَّا
(যা) যেমন
شَآءَ
তিনি চেয়েছেন
رَكَّبَكَ
তোমাকে গঠন করেছেন
তিনি তোমাকে তাঁর ইচ্ছেমত আকৃতিতে গঠন করেছেন।
كَلَّا
কখনও নয়
بَلْ
বরং
تُكَذِّبُونَ
তোমারা মিথ্যা মনে করছ
بِٱلدِّينِ
শেষ বিচারকে
না (তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়), তোমরা তো (আখেরাতের) শাস্তি ও পুরস্কারকে অস্বীকার করে থাক;
وَإِنَّ
এবং নিশ্চয়ই
عَلَيْكُمْ
তোমাদের উপর
لَحَٰفِظِينَ
সংরক্ষক দল অবশ্যই (আছে)
অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ;
القرآن الكريم: | الإنفطار |
---|---|
আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
সূরা নাম (latin): | Al-Infitar |
সূরা না: | 82 |
আয়াত: | 19 |
মোট শব্দ: | 80 |
মোট অক্ষর: | 327 |
রুকু সংখ্যা: | 1 |
অবতীর্ণ: | মক্কা |
উদ্ঘাটন আদেশ: | 82 |
শ্লোক থেকে শুরু: | 5829 |