Skip to main content

فَإِذَا
অতঃপর যখন
نُفِخَ
ফুঁ দেয়া হবে
فِى
মধ্যে
ٱلصُّورِ
শিঙ্গার
فَلَآ
তখন না
أَنسَابَ
আত্মীয়তার বন্ধন (থাকবে)
بَيْنَهُمْ
মাঝে তাদের
يَوْمَئِذٍ
সেদিন
وَلَا
আর না
يَتَسَآءَلُونَ
তারা পরস্পরে খোঁজখবর করবে

অতঃপর যখন শিঙ্গায় ফুঁ দেয়া হবে সেদিন তাদের পরস্পরের মাঝে আত্মীয় বন্ধন থাকবে না। একে অপরের কাছে জিজ্ঞেসও করবে না।

ব্যাখ্যা

فَمَن
অতঃপর যার
ثَقُلَتْ
ভারী হবে
مَوَٰزِينُهُۥ
তার পাল্লা
فَأُو۟لَٰٓئِكَ
তখন ঐসবলোক
هُمُ
তারাই
ٱلْمُفْلِحُونَ
সফলকাম (হবে)

যাদের (সৎ কাজের) পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম।

ব্যাখ্যা

وَمَنْ
আর যার
خَفَّتْ
হালকা হবে
مَوَٰزِينُهُۥ
তার পাল্লা
فَأُو۟لَٰٓئِكَ
অতঃপর ঐসবলোক (হবে)
ٱلَّذِينَ
(তারাই) যারা
خَسِرُوٓا۟
ক্ষতিগ্রস্ত করেছে
أَنفُسَهُمْ
তাদের নিজেদেরকে
فِى
মধ্যে
جَهَنَّمَ
জাহান্নামের
خَٰلِدُونَ
তারা চিরস্থায়ী হবে (সেখানে)

যাদের পাল্লা হালকা হবে তারাই ওরা যারা নিজেদের ক্ষতিসাধন করেছে, জাহান্নামে তারা চিরস্থায়ী হবে।

ব্যাখ্যা

تَلْفَحُ
জ্বালিয়ে দিবে
وُجُوهَهُمُ
তাদের মুখমন্ডলকে
ٱلنَّارُ
আগুন
وَهُمْ
আর তারা
فِيهَا
তার মধ্যে
كَٰلِحُونَ
বীভৎস হবে (চেহারায়)

আগুন তাদের মুখমন্ডল দগ্ধ করবে আর তারা বীভৎস চেহারা নিয়ে তার ভিতরে দাঁত কটমট করতে থাকবে।

ব্যাখ্যা

أَلَمْ
"(বলা হবে) কি না
تَكُنْ
"হচ্ছিল
ءَايَٰتِى
আমার আয়াতগুলোকে
تُتْلَىٰ
তিলাওয়াত করা হতো
عَلَيْكُمْ
তোমাদের নিকট
فَكُنتُم
তখন তোমরা ছিলে
بِهَا
সম্পর্কে তা"
تُكَذِّبُونَ
মিথ্যারোপ করতে"

(তাদেরকে বলা হবে) ‘তোমাদের নিকট কি আমার আয়াতগুলো আবৃত্তি করা হত না? তোমরা সেগুলোকে মিথ্যে জেনে প্রত্যাখ্যান করেছিলে।

ব্যাখ্যা

قَالُوا۟
তারা বলবে
رَبَّنَا
"হে আমার রব
غَلَبَتْ
বিজয় লাভ করেছিলো
عَلَيْنَا
উপর আমাদের
شِقْوَتُنَا
আমাদের দুর্ভাগ্য
وَكُنَّا
এবং আমরা ছিলাম
قَوْمًا
জাতি
ضَآلِّينَ
পথভ্রষ্ট

তারা বলবে- ‘হে আমাদের প্রতিপালক! দুর্ভাগ্য আমাদেরকে পরাস্ত করেছিল, আর আমরা ছিলাম এক পথভ্রষ্ট জাতি।

ব্যাখ্যা

رَبَّنَآ
হে আমার রব
أَخْرِجْنَا
আমাদেরকে বের করে দাও
مِنْهَا
তা হ'তে
فَإِنْ
অতঃপর যদি
عُدْنَا
আমরা পুনরায় করি
فَإِنَّا
তবে আমরা নিশ্চয়ই
ظَٰلِمُونَ
সীমালঙ্ঘনকারী (প্রমাণিত হবো)"

হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এত্থেকে বের করে নাও, আমরা যদি আবার কুফুরী করি তাহলে আমরা তো যালিম হিসেবে পরিগণিত হব।

ব্যাখ্যা

قَالَ
তিনি বলবেন
ٱخْسَـُٔوا۟
"পড়ে থাকো অপদস্হ হয়ে
فِيهَا
তার মধ্যে
وَلَا
এবং না
تُكَلِّمُونِ
আমার সাথে তোমরা কথা বলবে

আল্লাহ বলবেন- ‘তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাক, আমার সঙ্গে কোন কথা বল না।’

ব্যাখ্যা

إِنَّهُۥ
নিশ্চয়ই
كَانَ
ছিলো
فَرِيقٌ
একদল
مِّنْ
মধ্যে
عِبَادِى
আমার দাসদের
يَقُولُونَ
(যারা) বলতো
رَبَّنَآ
"হে আমাদের রব
ءَامَنَّا
আমরা ঈমান এনেছি
فَٱغْفِرْ
তাই ক্ষমা করো
لَنَا
আমাদেরকে
وَٱرْحَمْنَا
ও আমাদের উপর দয়া করো
وَأَنتَ
আর তুমিই
خَيْرُ
অতি উত্তম
ٱلرَّٰحِمِينَ
দয়াকারীদের

আমার বান্দাহদের একদল বলত- ‘হে আমাদের প্রতিপালক! আমরা ঈমান এনেছি, তুমি আমাদেরকে ক্ষমা কর, আমাদের প্রতি দয়া কর, তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।’

ব্যাখ্যা

فَٱتَّخَذْتُمُوهُمْ
তখন তোমরা গ্রহণ করেছিলে তাদেরকে
سِخْرِيًّا
ঠাট্টার পাত্ররূপে
حَتَّىٰٓ
এমনকি (তা)
أَنسَوْكُمْ
তোমাদেরকে ভুলিয়ে দিয়েছিলো
ذِكْرِى
আমার স্মরণ
وَكُنتُم
আর তোমরা ছিলে
مِّنْهُمْ
সাথে তাদের
تَضْحَكُونَ
ঠাট্টা-বিদ্রুপ করতে

কিন্তু তাদেরকে নিয়ে তোমরা হাসি তামাশা করতে এমনকি তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল, তোমরা তাদেরকে নিয়ে হাসি-ঠাট্টাই করতে।

ব্যাখ্যা