عَبَسَ وَتَوَلّٰىٓۙ ( عبس: ١ )
(নবী) মুখ ভার করল আর মুখ ঘুরিয়ে নিল।
اَنْ جَاۤءَهُ الْاَعْمٰىۗ ( عبس: ٢ )
(কারণ সে যখন কুরায়শ সরদারদের সাথে আলোচনায় রত ছিল তখন) তার কাছে এক অন্ধ ব্যক্তি আসল।
وَمَا يُدْرِيْكَ لَعَلَّهٗ يَزَّكّٰىٓۙ ( عبس: ٣ )
(হে নবী!) তুমি কি জান, সে হয়ত পরিশুদ্ধ হত।
اَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰىۗ ( عبس: ٤ )
কিংবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে লাগত।
اَمَّا مَنِ اسْتَغْنٰىۙ ( عبس: ٥ )
পক্ষান্তরে যে পরোয়া করে না,
فَاَنْتَ لَهٗ تَصَدّٰىۗ ( عبس: ٦ )
তার প্রতি তুমি মনোযোগ দিচ্ছ।
وَمَا عَلَيْكَ اَلَّا يَزَّكّٰىۗ ( عبس: ٧ )
সে পরিশুদ্ধ না হলে তোমার উপর কোন দোষ নেই।
وَاَمَّا مَنْ جَاۤءَكَ يَسْعٰىۙ ( عبس: ٨ )
পক্ষান্তরে যে লোক তোমার কাছে ছুটে আসল।
وَهُوَ يَخْشٰىۙ ( عبس: ٩ )
আর সে ভয়ও করে,
فَاَنْتَ عَنْهُ تَلَهّٰىۚ ( عبس: ١٠ )
তুমি তার প্রতি অমনোযোগী হলে।
| القرآن الكريم: | عبس |
|---|---|
| আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
| সূরা নাম (latin): | 'Abasa |
| সূরা না: | 80 |
| আয়াত: | 42 |
| মোট শব্দ: | 130 |
| মোট অক্ষর: | 533 |
| রুকু সংখ্যা: | 1 |
| অবতীর্ণ: | মক্কা |
| উদ্ঘাটন আদেশ: | 24 |
| শ্লোক থেকে শুরু: | 5758 |