Skip to main content
bismillah

لَآ
না
أُقْسِمُ
আমি শপথ করছি
بِهَٰذَا
এই
ٱلْبَلَدِ
নগরের (অর্থাৎ মক্কার)

(কাফিররা বলছে দুনিয়ার জীবনই সবকিছু) না, আমি এই (মক্কা) নগরের শপথ করছি (যে নগরে সকলেই নিরাপদ),

ব্যাখ্যা

وَأَنتَ
আর তুমি
حِلٌّۢ
হালাল/অধিবাসী (হয়েছে)
بِهَٰذَا
এই
ٱلْبَلَدِ
নগরের

আর তুমি এই নগরের হালালকারী।

ব্যাখ্যা

وَوَالِدٍ
(আরও) শপথ পিতার (আদম আঃ)
وَمَا
এবং যা
وَلَدَ
জন্ম দিয়েছেন (সেই সন্তানের)

শপথ জন্মদাতা (আদম)-এর আর যা সে জন্ম দিয়েছে (সেই সমস্ত মানুষের),

ব্যাখ্যা

لَقَدْ
নিশ্চয়ই
خَلَقْنَا
আমরা সৃষ্টি করেছি
ٱلْإِنسَٰنَ
মানুষকে
فِى
মধ্যে
كَبَدٍ
কষ্টের

আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে, (দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোন না কোন কষ্টের মধ্যে পতিত আছে)।

ব্যাখ্যা

أَيَحْسَبُ
মনে করে কি সে
أَن
যে
لَّن
কখনও না
يَقْدِرَ
ক্ষমতাবান হবে
عَلَيْهِ
তার উপর
أَحَدٌ
কেউ

সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই?

ব্যাখ্যা

يَقُولُ
সে বলে
أَهْلَكْتُ
"আমি নিঃশেষ করেছি
مَالًا
ধনসম্পদ
لُّبَدًا
বিপুল (পরিমাণ)"

সে (গর্বের সঙ্গে) বলে যে, আমি প্রচুর ধন-সম্পদ উড়িয়েছি।

ব্যাখ্যা

أَيَحْسَبُ
সে মনে করে কি
أَن
যে
لَّمْ
নি
يَرَهُۥٓ
তাকে দেখে
أَحَدٌ
কেউ

সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি?

ব্যাখ্যা

أَلَمْ
নি কি
نَجْعَل
আমরা দিই
لَّهُۥ
তার জন্য
عَيْنَيْنِ
দু'চোখ

আমি কি তাকে দু’টো চোখ দিইনি?

ব্যাখ্যা

وَلِسَانًا
এবং জিহ্বা
وَشَفَتَيْنِ
ও দু'ঠোট

আর একটা জিহবা আর দু’টো ঠোঁট?

ব্যাখ্যা

وَهَدَيْنَٰهُ
এবং আমরা তাকে দেখিয়েছি
ٱلنَّجْدَيْنِ
(ভাল মন্দ) দুই পথের

আর আমি তাকে (পাপ ও পুণ্যের) দু’টো পথ দেখিয়েছি।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আল বালাদ
القرآن الكريم:البلد
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Al-Balad
সূরা না:90
আয়াত:20
মোট শব্দ:82
মোট অক্ষর:320
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:35
শ্লোক থেকে শুরু:6023