لَآ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِۙ ( البلد: ١ )
(কাফিররা বলছে দুনিয়ার জীবনই সবকিছু) না, আমি এই (মক্কা) নগরের শপথ করছি (যে নগরে সকলেই নিরাপদ),
وَاَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِۙ ( البلد: ٢ )
আর তুমি এই নগরের হালালকারী।
وَوَالِدٍ وَّمَا وَلَدَۙ ( البلد: ٣ )
শপথ জন্মদাতা (আদম)-এর আর যা সে জন্ম দিয়েছে (সেই সমস্ত মানুষের),
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِيْ كَبَدٍۗ ( البلد: ٤ )
আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে, (দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোন না কোন কষ্টের মধ্যে পতিত আছে)।
اَيَحْسَبُ اَنْ لَّنْ يَّقْدِرَ عَلَيْهِ اَحَدٌ ۘ ( البلد: ٥ )
সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই?
يَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًاۗ ( البلد: ٦ )
সে (গর্বের সঙ্গে) বলে যে, আমি প্রচুর ধন-সম্পদ উড়িয়েছি।
اَيَحْسَبُ اَنْ لَّمْ يَرَهٗٓ اَحَدٌۗ ( البلد: ٧ )
সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি?
اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَيْنَيْنِۙ ( البلد: ٨ )
আমি কি তাকে দু’টো চোখ দিইনি?
وَلِسَانًا وَّشَفَتَيْنِۙ ( البلد: ٩ )
আর একটা জিহবা আর দু’টো ঠোঁট?
وَهَدَيْنٰهُ النَّجْدَيْنِۙ ( البلد: ١٠ )
আর আমি তাকে (পাপ ও পুণ্যের) দু’টো পথ দেখিয়েছি।
| القرآن الكريم: | البلد |
|---|---|
| আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
| সূরা নাম (latin): | Al-Balad |
| সূরা না: | 90 |
| আয়াত: | 20 |
| মোট শব্দ: | 82 |
| মোট অক্ষর: | 320 |
| রুকু সংখ্যা: | 1 |
| অবতীর্ণ: | মক্কা |
| উদ্ঘাটন আদেশ: | 35 |
| শ্লোক থেকে শুরু: | 6023 |