Skip to main content
bismillah

وَٱلَّيْلِ
শপথ রাতের
إِذَا
যখন
يَغْشَىٰ
আচ্ছন্ন করে

শপথ রাতের যখন তা (আলোকে) ঢেকে দেয়,

ব্যাখ্যা

وَٱلنَّهَارِ
শপথ দিনের
إِذَا
যখন
تَجَلَّىٰ
আলোকিত হয়

শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়ে উঠে।

ব্যাখ্যা

وَمَا
শপথ তাঁর (যিনি)
خَلَقَ
সৃষ্টি করেছেন
ٱلذَّكَرَ
পুরুষ
وَٱلْأُنثَىٰٓ
ও নারী

আর শপথ তাঁর যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী,

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়ই
سَعْيَكُمْ
তোমাদের কর্মপ্রচেষ্টা
لَشَتَّىٰ
অবশ্যই বিভিন্ন প্রকৃতির

তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী।

ব্যাখ্যা

فَأَمَّا
অতঃপর (তার) ক্ষেত্রে
مَنْ
যে
أَعْطَىٰ
দান করলো
وَٱتَّقَىٰ
ও খোদাভীরু হলো

অতএব যে ব্যক্তি (আল্লাহর সন্তুষ্টির জন্য) দান করে ও (আল্লাহকে) ভয় করে,

ব্যাখ্যা

وَصَدَّقَ
এবং সত্য মানলো
بِٱلْحُسْنَىٰ
উত্তমকে (ইসলামকে)

এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,

ব্যাখ্যা

فَسَنُيَسِّرُهُۥ
আমরা তাকে সহজতা দিব
لِلْيُسْرَىٰ
সহজ (পথের) জন্য

আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব।

ব্যাখ্যা

وَأَمَّا
আর (তার)ক্ষেত্রে
مَنۢ
যে
بَخِلَ
কৃপণতা করলো
وَٱسْتَغْنَىٰ
ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলো

আর যে ব্যক্তি কৃপণতা করে আর (আল্লাহর প্রতি) বেপরোয়া হয়,

ব্যাখ্যা

وَكَذَّبَ
এবং অমান্য করলো
بِٱلْحُسْنَىٰ
উত্তমকে (ইসলামকে)

আর যা উত্তম তা অমান্য করে,

ব্যাখ্যা

فَسَنُيَسِّرُهُۥ
ফলে আমরা তাকে সহজতা দিব
لِلْعُسْرَىٰ
কঠোর পথের জন্য

আমি তার জন্য কঠিন পথ (অর্থাৎ অন্যায়, অসত্য, হিংসা ও হানাহানির পথ) সহজ করে দিব।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আল লায়ল
القرآن الكريم:الليل
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Al-Lail
সূরা না:92
আয়াত:21
মোট শব্দ:71
মোট অক্ষর:310
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:9
শ্লোক থেকে শুরু:6058