Skip to main content
bismillah

نٓۚ
নুন
وَٱلْقَلَمِ
কলমের শপথ
وَمَا
এবং যা
يَسْطُرُونَ
তারা লিখছে

নূন, কলমের শপথ আর লেখকেরা যা লেখে তার শপথ।

ব্যাখ্যা

مَآ
না
أَنتَ
তুমি
بِنِعْمَةِ
অনুগ্রহে
رَبِّكَ
তোমার রবের
بِمَجْنُونٍ
পাগল

তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি পাগল নও।

ব্যাখ্যা

وَإِنَّ
এবং নিশ্চয়
لَكَ
তোমার জন্য
لَأَجْرًا
অবশ্যই(আছে) পুরস্কার
غَيْرَ
ছাড়া
مَمْنُونٍ
শেষ

তোমার জন্য অবশ্যই আছে অফুরন্ত পুরস্কার,

ব্যাখ্যা

وَإِنَّكَ
এবং তুমি নিশ্চয়
لَعَلَىٰ
উপর অবশ্যই(অথিষ্ঠিত)
خُلُقٍ
চরিত্রের
عَظِيمٍ
মহান

নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উচ্চমার্গে উন্নীত।

ব্যাখ্যা

فَسَتُبْصِرُ
অতএব তুমি শীঘ্রই দেখবে
وَيُبْصِرُونَ
এবং তারা দেখবে,

শীঘ্রই তুমি দেখতে পাবে আর তারাও দেখবে,

ব্যাখ্যা

بِأَييِّكُمُ
তোমাদের মধ্যে কে
ٱلْمَفْتُونُ
বিকারগ্রস্ত

তোমাদের মধ্যে কে পাগলামিতে আক্রান্ত।

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়
رَبَّكَ
তোমার রব,
هُوَ
তিনিই
أَعْلَمُ
সব জানেন
بِمَن
কে
ضَلَّ
ভ্রষ্ট হয়েছে
عَن
থেকে
سَبِيلِهِۦ
তার পথ,
وَهُوَ
এবং তিনিই
أَعْلَمُ
সব জানেন
بِٱلْمُهْتَدِينَ
পথ প্রাপ্তদেরকে

তোমার প্রতিপালক বেশি জানেন কে তাঁর পথ থেকে গুমরাহ হয়ে গেছে, আর সঠিক পথপ্রাপ্তদেরকেও তিনি ভাল করে জানেন।

ব্যাখ্যা

فَلَا
না অতএব
تُطِعِ
মেনো
ٱلْمُكَذِّبِينَ
মিথ্যারোপকারীদের।

কাজেই তুমি মিথ্যাবাদীদের কথা মান্য কর না।

ব্যাখ্যা

وَدُّوا۟
তারা চাই
لَوْ
যদি
تُدْهِنُ
তুমি নমনীয় হও
فَيُدْهِنُونَ
তবে তারা নমনীয় হবে

তারা চায় যে, তুমি যদি নমনীয় হও, তবে তারাও নমনীয় হবে,

ব্যাখ্যা

وَلَا
এবং না
تُطِعْ
অনুসরণ করে!
كُلَّ
প্রত্যেক
حَلَّافٍ
অত্যাধিক শপথকারী
مَّهِينٍ
গুরুত্বহীন(ব্যক্তির)

তুমি তার অনুসরণ কর না, যে বেশি বেশি কসম খায় আর যে (বার বার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে) লাঞ্ছিত।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আল কলম
القرآن الكريم:القلم
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Al-Qalam
সূরা না:68
আয়াত:52
মোট শব্দ:300
মোট অক্ষর:1256
রুকু সংখ্যা:2
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:2
শ্লোক থেকে শুরু:5271