Skip to main content

فَتَنَادَوْا۟
অতঃপর পরস্পরে ডাকলো
مُصْبِحِينَ
সকাল(হতে)

সকালে একে অপরকে ডেকে বলল,

ব্যাখ্যা

أَنِ
যে
ٱغْدُوا۟
"সকালে চলো
عَلَىٰ
দিকে
حَرْثِكُمْ
তোমাদের ক্ষেতের
إِن
যদি
كُنتُمْ
তোমরা হও
صَٰرِمِينَ
ফসল কর্তনকারী"

‘তোমরা যদি ফল সংগ্রহ করতে চাও তবে সকাল সকাল ক্ষেতে চল।

ব্যাখ্যা

فَٱنطَلَقُوا۟
অতঃপর তারা চললো
وَهُمْ
এবং তারা
يَتَخَٰفَتُونَ
নিচু স্বরে বলছিল

তারা চুপি চুপি কথা বলতে বলতে চলল।

ব্যাখ্যা

أَن
যে
لَّا
"না
يَدْخُلَنَّهَا
এতে নিশ্চয়ই প্রবেশ করবে
ٱلْيَوْمَ
আজ
عَلَيْكُم
তোমাদের কাছে
مِّسْكِينٌ
ভিখারী"

‘আজ যেন সেখানে তোমাদের কাছে মিসকীনরা অবশ্যই ঢুকতে না পারে।’

ব্যাখ্যা

وَغَدَوْا۟
এবং তারা চললো
عَلَىٰ
ব্যাপারে(যেন)
حَرْدٍ
নিবৃত্ত করার
قَٰدِرِينَ
সক্ষম

তারা এক (অন্যায়) সিদ্ধান্তে সংকল্পবদ্ধ হয়ে সকাল করল।

ব্যাখ্যা

فَلَمَّا
কিন্তু যখন
رَأَوْهَا
তারা তা দেখলো
قَالُوٓا۟
তারা বলল,
إِنَّا
"নিশ্চয় আমরা
لَضَآلُّونَ
অবশ্যই পথভ্রষ্ট

অতঃপর তারা যখন বাগানটি দেখল তখন তারা বলল, ‘‘আমরা অবশ্যই পথ হারিয়ে ফেলেছি,

ব্যাখ্যা

بَلْ
বরং
نَحْنُ
আমরা
مَحْرُومُونَ
বঞ্চিত"

(অতঃপর ব্যাপারটি বুঝতে পারার পর তারা বলে উঠল) বরং আমরা তো কপাল পোড়া।’’

ব্যাখ্যা

قَالَ
বললো
أَوْسَطُهُمْ
তাদের শ্রেষ্ঠ ব্যাক্তি
أَلَمْ
"নাই কি
أَقُل
আমি বলি
لَّكُمْ
তোমাদেরকে
لَوْلَا
না কেন
تُسَبِّحُونَ
তোমরা তসবিহ করো

তাদের মধ্যেকার সবচেয়ে ভাল লোকটি বলল, ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছ না কেন?’

ব্যাখ্যা

قَالُوا۟
তারা বললো
سُبْحَٰنَ
"পবিত্র
رَبِّنَآ
আমাদের রব
إِنَّا
নিশ্চিত
كُنَّا
(আমরা)ছিলাম
ظَٰلِمِينَ
যালেম"

তারা বলল, ‘আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা সীমালঙ্ঘনকারীই ছিলাম।’

ব্যাখ্যা

فَأَقْبَلَ
অতএব তারা মুখোমুখি হলো
بَعْضُهُمْ
তাদের একে
عَلَىٰ
প্রতি
بَعْضٍ
অপরের
يَتَلَٰوَمُونَ
তিরস্কার করতে লাগলো

অতঃপর তারা একে অপরের দিকে এগিয়ে গিয়ে পরস্পরের প্রতি দোষারোপ করতে লাগল।

ব্যাখ্যা