إِذْ
(স্মরণ করো) যখন
قَالَ
বলেছিলো
لَهُمْ
উদ্দেশ্যে তাদের
أَخُوهُمْ
ভাই তাদের
لُوطٌ
লুত
أَلَا
"কি না
تَتَّقُونَ
তোমরা ভয় করবে
যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিল- ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?
إِنِّى
নিশ্চয়ই আমি
لَكُمْ
জন্যে তোমাদের
رَسُولٌ
একজন রাসূল
أَمِينٌ
বিশ্বস্ত
আমি তো তোমাদের জন্য (প্রেরিত) একজন বিশ্বস্ত রসূল।
فَٱتَّقُوا۟
অতএব তোমরা ভয় করো
ٱللَّهَ
আল্লাহকে
وَأَطِيعُونِ
ও আমার আনুগত্য করো
কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মান্য কর।
وَمَآ
আর না
أَسْـَٔلُكُمْ
তোমাদের (নিকট) আমি চাচ্ছি
عَلَيْهِ
জন্যে এর
مِنْ
কোনো
أَجْرٍۖ
পারিশ্রমিক
إِنْ
নেই
أَجْرِىَ
আমার প্রতিদান (কারো নিকট)
إِلَّا
এ ছাড়া
عَلَىٰ
নিকট
رَبِّ
রবের
ٱلْعَٰلَمِينَ
বিশ্বজগতের
আমি এজন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান একমাত্র জগতসমূহের প্রতিপালকের নিকট রয়েছে।
أَتَأْتُونَ
কি তোমরা উপগত হও
ٱلذُّكْرَانَ
পুরুষদের (নিকট)
مِنَ
মধ্য হ'তে
ٱلْعَٰلَمِينَ
বিশ্বজগতের
জগতের সকল প্রাণীর মধ্যে তোমরাই কি পুরুষদের সঙ্গে উপগত হও,
وَتَذَرُونَ
ও তোমরা পরিহার করছো
مَا
যা
خَلَقَ
সৃষ্টি করেছেন
لَكُمْ
জন্যে তোমাদের
رَبُّكُم
রব তোমাদের
مِّنْ
মধ্য থেকে
أَزْوَٰجِكُمۚ
তোমাদের স্ত্রীদের
بَلْ
বরং
أَنتُمْ
তোমরা
قَوْمٌ
জাতি
عَادُونَ
সীমালঙ্ঘনকারী"
এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে ত্যাগ কর? রবং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’
قَالُوا۟
তারা বললো
لَئِن
"অবশ্যই যদি
لَّمْ
না
تَنتَهِ
বিরত হও
يَٰلُوطُ
হে লুত
لَتَكُونَنَّ
অবশ্যই তুমি হবে
مِنَ
অন্তর্ভুক্ত
ٱلْمُخْرَجِينَ
বহিষ্কৃতদের"
তারা বলল- ‘হে লূত! তুমি যদি বিরত না হও তবে তুমি অবশ্য অবশ্যই বহিস্কৃত হবে।’
قَالَ
(লুত) বললো
إِنِّى
"নিশ্চয়ই আমি
لِعَمَلِكُم
জন্যে তোমাদের কাজের
مِّنَ
অন্তর্ভুক্ত
ٱلْقَالِينَ
ঘৃণাকারীদের
লূত বলল- ‘আমি তোমাদের এ কাজকে ঘৃণা করি।
رَبِّ
হে আমার রব
نَجِّنِى
আমাকে রক্ষা করো
وَأَهْلِى
ও আমার পরিবারকে
مِمَّا
(তা) হ'তে যা
يَعْمَلُونَ
তারা করেছে"
হে আমার প্রতিপালক! তারা যা করে তা থেকে তুমি আমাকে ও আমার পরিবারবর্গকে রক্ষা কর।’
فَنَجَّيْنَٰهُ
অতঃপর তাকে আমরা রক্ষা করলাম
وَأَهْلَهُۥٓ
ও তার পরিবারকে
أَجْمَعِينَ
সবাইকে (একযোগে)
অতঃপর আমি তাকে ও তার পরিবারবর্গের সকলকে রক্ষা করলাম