Skip to main content

ٱللَّهُ
আল্লাহ
يَبْدَؤُا۟
সূচনা করেন
ٱلْخَلْقَ
সৃষ্টির
ثُمَّ
এরপর
يُعِيدُهُۥ
পুনরাবৃত্তি করবেন তা
ثُمَّ
এরপর
إِلَيْهِ
দিকে তাঁরই
تُرْجَعُونَ
তোমরা প্রত্যাবর্তিত হবে

আল্লাহ সৃষ্টির সূচনা করেন, অতঃপর তিনি তার পুনরাবৃত্তি করবেন, অতঃপর তাঁর দিকেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।

ব্যাখ্যা

وَيَوْمَ
এবং যেদিন
تَقُومُ
সংঘটিত হবে
ٱلسَّاعَةُ
ক্বিয়ামাত
يُبْلِسُ
হতাশ হয়ে যাবে
ٱلْمُجْرِمُونَ
অপরাধীরা

যেদিন ক্বিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে।

ব্যাখ্যা

وَلَمْ
এবং না
يَكُن
হবে
لَّهُم
জন্যে তাদের
مِّن
মধ্য থেকে (কেউ)
شُرَكَآئِهِمْ
শরিকদের তাদের
شُفَعَٰٓؤُا۟
সুপারিশকারী
وَكَانُوا۟
এবং তারা হবে
بِشُرَكَآئِهِمْ
প্রতি শরিকদের তাদের(বানানো)
كَٰفِرِينَ
অস্বীকারকারী

তারা যাদেরকে শরীক গণ্য করত তাদের মধ্যে কেউ তাদের জন্য সুপারিশকারী সাজবে না এবং তারা তাদের শরীকদেরকে অস্বীকার করবে।

ব্যাখ্যা

وَيَوْمَ
এবং যেদিন
تَقُومُ
সংঘটিত হবে
ٱلسَّاعَةُ
ক্বিয়ামাত
يَوْمَئِذٍ
সেদিন
يَتَفَرَّقُونَ
তারা বিভক্ত হয়ে যাবে

যেদিন ক্বিয়ামত সংঘটিত হবে সেদিন মানুষরা পৃথক হয়ে যাবে।

ব্যাখ্যা

فَأَمَّا
অতঃপর (তাদের) ব্যাপার
ٱلَّذِينَ
যারা
ءَامَنُوا۟
ঈমান এনেছে
وَعَمِلُوا۟
ও কাজ করেছে
ٱلصَّٰلِحَٰتِ
সৎ
فَهُمْ
তখন তারা
فِى
(হবে) মধ্যে
رَوْضَةٍ
বাগানের
يُحْبَرُونَ
আনন্দ করবে

অতঃপর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদেরকে জান্নাত দিয়ে পরিতুষ্ট করা হবে।

ব্যাখ্যা

وَأَمَّا
আর (তাদের) ব্যাপার
ٱلَّذِينَ
যারা
كَفَرُوا۟
অস্বীকার করেছে
وَكَذَّبُوا۟
ও মিথ্যারোপ করেছে
بِـَٔايَٰتِنَا
প্রতি নিদর্শনাবলীর আমাদের
وَلِقَآئِ
ও সাক্ষাতকে
ٱلْءَاخِرَةِ
পরকালের
فَأُو۟لَٰٓئِكَ
তখন ঐসব (লোককে)
فِى
মধ্যে
ٱلْعَذَابِ
শাস্তির
مُحْضَرُونَ
উপস্থিত করা হবে

আর যারা কুফুরী করেছে এবং আমার নিদর্শনাবলী ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে, তাদেরকে ‘আযাবের মধ্যে উপস্থিত করা হবে।

ব্যাখ্যা

فَسُبْحَٰنَ
অতএব মহিমা ঘোষণা করো
ٱللَّهِ
আল্লাহর
حِينَ
যখন
تُمْسُونَ
তোমরা সন্ধ্যা করো(অর্থাৎ মাগরিব হয়)
وَحِينَ
ও যখন
تُصْبِحُونَ
তোমরা সকাল করো (অর্থাৎ ফজর হয়)

অতএব তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও আর সকালে,

ব্যাখ্যা

وَلَهُ
এবং জন্যে তাঁরই
ٱلْحَمْدُ
সকল প্রশংসা
فِى
মধ্যে
ٱلسَّمَٰوَٰتِ
আকাশ মন্ডলীর
وَٱلْأَرْضِ
ও পৃথিবীতে
وَعَشِيًّا
এবং (মহিমা ঘোষণা করো) বিকেলে (অর্থাৎ আসরে)
وَحِينَ
ও যখন
تُظْهِرُونَ
তোমরা দুপুরে উপনীত হও

এবং অপরাহ্নে ও যুহরের সময়ে; আর আসমানসমূহে ও যমীনে প্রশংসা তো একমাত্র তাঁরই।

ব্যাখ্যা

يُخْرِجُ
তিনি বের করেন
ٱلْحَىَّ
জীবন্তকে
مِنَ
হ'তে
ٱلْمَيِّتِ
মৃত
وَيُخْرِجُ
ও তিনি বের করেন
ٱلْمَيِّتَ
মৃতকে
مِنَ
হ'তে
ٱلْحَىِّ
জীবন্ত
وَيُحْىِ
এবং জীবিত করেন
ٱلْأَرْضَ
পৃথিবীকে
بَعْدَ
পরে
مَوْتِهَاۚ
মৃত্যুর তার
وَكَذَٰلِكَ
এবং এরূপেই
تُخْرَجُونَ
তোমাদের বের করা হবে

তিনিই জীবন্তকে বের করেন মৃত থেকে আর মৃতকে বের করেন জীবন্ত থেকে। যমীনকে তিনিই পুনরায় জীবিত করেন তার মৃত্যুর পর, এভাবেই তোমাদেরকে বের করা হবে।

ব্যাখ্যা

وَمِنْ
এবং মধ্যে (রয়েছে)
ءَايَٰتِهِۦٓ
নিদর্শনাবলীর তাঁর
أَنْ
(এও) যে
خَلَقَكُم
তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে
مِّن
হ'তে
تُرَابٍ
মাটি
ثُمَّ
এরপর
إِذَآ
এখন
أَنتُم
তোমরা
بَشَرٌ
মানুষ (হিসেবে)
تَنتَشِرُونَ
তোমরা ছড়িয়ে পড়ছো

তাঁর নিদর্শনের মধ্যে হল এই যে, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা এখন মানুষ, সবখানে ছড়িয়ে রয়েছ।

ব্যাখ্যা