Skip to main content

قَالَ
সে বললো
يَٰقَوْمِ
"হে আমার জাতি
لَيْسَ
নেই
بِى
মধ্যে আমার
ضَلَٰلَةٌ
কোনো ভ্রষ্টতা
وَلَٰكِنِّى
বরং আমি
رَسُولٌ
রাসূল
مِّن
পক্ষ হতে
رَّبِّ
রবের
ٱلْعَٰلَمِينَ
বিশ্বজগতের

সে বলল, ‘হে আমার সম্প্রদায়! আমাতে কোন বিভ্রান্তি নেই, বরং আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ হতে প্রেরিত রসূল।’

ব্যাখ্যা

أُبَلِّغُكُمْ
আমি পৌঁছাই তোমাদেরকে
رِسَٰلَٰتِ
রিসালাত (বাণীগুলো)
رَبِّى
আমার রবের
وَأَنصَحُ
এবং হিতোপদেশ দিই আমি
لَكُمْ
প্রতি তোমাদের
وَأَعْلَمُ
ও আমি জানি
مِنَ
পক্ষ হতে
ٱللَّهِ
আল্লাহর
مَا
যা
لَا
না
تَعْلَمُونَ
তোমরা জানো

আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বাণী পৌঁছে দিচ্ছি আর তোমাদেরকে নাসীহাত করছি, আর আমি আল্লাহর নিকট হতে (এমন সব বিষয়) জানি যা তোমরা জান না।

ব্যাখ্যা

أَوَعَجِبْتُمْ
কি তোমরা অবাক হয়েছো
أَن
যে
جَآءَكُمْ
তোমাদের (কাছে) এসেছে
ذِكْرٌ
উপদেশ
مِّن
পক্ষ হতে
رَّبِّكُمْ
রবের তোমাদের
عَلَىٰ
মাধ্যমে
رَجُلٍ
একজন ব্যক্তির
مِّنكُمْ
মধ্যকার তোমাদেরই
لِيُنذِرَكُمْ
যেন সতর্ক করে তোমাদের
وَلِتَتَّقُوا۟
এবং যেন তোমরা সংযত হও
وَلَعَلَّكُمْ
এবং যাতে তোমরা
تُرْحَمُونَ
অনুগ্রহপ্রাপ্ত হও"

‘তোমরা কি এ বিষয়ে বিস্ময় প্রকাশ করছ যে তোমাদের মধ্যেকার একজন লোকের নিকট তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের নিকট হতে উপদেশ বাণী এসেছে তোমাদেরকে সতর্ক করার জন্য যাতে তোমরা তাক্বওয়া অবলম্বন করে আল্লাহর রহমতপ্রাপ্ত হতে পার।’

ব্যাখ্যা

فَكَذَّبُوهُ
অতঃপর মিথ্যাবাদী বললো তারা তাকে
فَأَنجَيْنَٰهُ
তখন আমরা উদ্ধার করলাম তাকে
وَٱلَّذِينَ
এবং যারা (ছিলো)
مَعَهُۥ
সাথে তার
فِى
মধ্যে
ٱلْفُلْكِ
নৌকার (তাদেরকেও উদ্ধার করলাম)
وَأَغْرَقْنَا
এবং আমরা ডুবিয়ে দিলাম
ٱلَّذِينَ
(তাদেরকে) যারা
كَذَّبُوا۟
মিথ্যারোপ করেছিলো
بِـَٔايَٰتِنَآۚ
প্রতি আয়াতগুলোর আমাদের
إِنَّهُمْ
নিশ্চয়ই তারা
كَانُوا۟
ছিলো
قَوْمًا
সম্প্রদায়
عَمِينَ
(যারা) অন্ধ

কিন্তু তারা তাকে (মিথ্যেবাদী মনে করে) অস্বীকার করল। অতঃপর আমি তাকে আর তার সঙ্গে নৌকায় যারা ছিল তাদেরকে বাঁচিয়ে দিলাম আর আমার আয়াতগুলোকে যারা অস্বীকার করেছিল তাদেরকে ডুবিয়ে মারলাম। তারা ছিল এক অন্ধ সম্প্রদায়।

ব্যাখ্যা

وَإِلَىٰ
এবং প্রতি
عَادٍ
আ'দ জাতির
أَخَاهُمْ
তাদেরই ভাই
هُودًاۗ
হুদকে (প্রেরণ করি)
قَالَ
সে বললো
يَٰقَوْمِ
"হে আমার জাতি
ٱعْبُدُوا۟
তোমরা ইবাদত করো
ٱللَّهَ
আল্লাহর
مَا
নেই
لَكُم
জন্যে তোমাদের
مِّنْ
কোনো
إِلَٰهٍ
ইলাহ
غَيْرُهُۥٓۚ
ছাড়া তিনি
أَفَلَا
কি তবুও না
تَتَّقُونَ
তোমরা সংযত হবে"

আর ‘আদ জাতির কাছে (পাঠিয়েছিলাম) তাদের ভাই হূদকে। সে বলেছিল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের অন্য কোন ইলাহ নেই, তোমরা কি তাক্বওয়া অবলম্বন করবে না?’

ব্যাখ্যা

قَالَ
বললো
ٱلْمَلَأُ
(সেই জাতির) প্রধান ব্যক্তিরা
ٱلَّذِينَ
যারা
كَفَرُوا۟
অস্বীকার করেছিলো
مِن
মধ্য হতে
قَوْمِهِۦٓ
জাতির তার
إِنَّا
"নিশ্চয়ই আমরা
لَنَرَىٰكَ
অবশ্যই আমরা তোমাকে দেখছি
فِى
মধ্যে
سَفَاهَةٍ
নির্বুদ্ধিতার
وَإِنَّا
এবং নিশ্চয়ই আমরা
لَنَظُنُّكَ
অবশ্যই আমরা তোমাকে মনে করি
مِنَ
অন্তর্ভুক্ত
ٱلْكَٰذِبِينَ
মিথ্যাবাদীদের"

তার জাতির প্রধানগণ- যারা ইমান আনতে অস্বীকার করেছিল, বলল, ‘তুমি নিশ্চিতই নির্বুদ্ধিতায় ডুবে আছ, আর আমরা মনে করি তুমি মিথ্যেবাদী।’

ব্যাখ্যা

قَالَ
সে বললো
يَٰقَوْمِ
"হে আমার জাতি
لَيْسَ
নেই
بِى
মধ্যে আমার
سَفَاهَةٌ
কোন নির্বুদ্ধিতা
وَلَٰكِنِّى
বরং আমি
رَسُولٌ
একজন রাসূল
مِّن
পক্ষ হতে
رَّبِّ
রবের
ٱلْعَٰلَمِينَ
বিশ্বজগতের

সে বলল, ‘হে আমার সম্প্রদায়! আমার মাঝে কোন নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্বজগতের প্রতিপালকের প্রেরিত রসূল।’

ব্যাখ্যা

أُبَلِّغُكُمْ
আমি পৌঁছাই তোমাদেরকে
رِسَٰلَٰتِ
রিসালাত (বাণী)সমূহ
رَبِّى
আমার রবের
وَأَنَا۠
এবং আমি
لَكُمْ
জন্যে তোমাদের
نَاصِحٌ
হিতাকাঙ্খী
أَمِينٌ
বিশ্বস্ত

‘আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বাণী পৌঁছে দিচ্ছি, আর আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী।

ব্যাখ্যা

أَوَعَجِبْتُمْ
কি তোমরা অবাক হয়েছো
أَن
যে
جَآءَكُمْ
কাছে এসেছে তোমাদের
ذِكْرٌ
উপদেশ
مِّن
পক্ষ হতে
رَّبِّكُمْ
রবের তোমাদের
عَلَىٰ
মাধ্যমে
رَجُلٍ
একজন ব্যক্তির
مِّنكُمْ
মধ্যকার তোমাদেরই
لِيُنذِرَكُمْۚ
যেন সতর্ক করে তোমাদেরকে
وَٱذْكُرُوٓا۟
এবং তোমরা স্মরণ করো
إِذْ
যখন
جَعَلَكُمْ
তিনি করেছিলেন তোমাদের
خُلَفَآءَ
স্থলাভিষিক্ত
مِنۢ
থেকে
بَعْدِ
পর
قَوْمِ
জাতির
نُوحٍ
নূহের
وَزَادَكُمْ
ও বাড়িয়ে দিয়েছিলেন তোমাদেরকে
فِى
মধ্যে
ٱلْخَلْقِ
সৃষ্টির
بَصْۜطَةًۖ
(শক্তির) প্রাচুর্য
فَٱذْكُرُوٓا۟
অতএব তোমরা স্মরণ করো
ءَالَآءَ
অনুগ্রহসমূহের
ٱللَّهِ
আল্লাহর
لَعَلَّكُمْ
হয়ত তোমরা
تُفْلِحُونَ
সফলকাম হবে"

তোমরা কি আশ্চর্য হচ্ছ যে, তোমাদেরই মধ্যে একজন লোকের উপর তোমাদের প্রতিপালকের নিকট হতে উপদেশ এসেছে তোমাদেরকে সাবধান করার উদ্দেশে। আরো স্মরণ কর তিনি তোমাদেরকে নূহের কওমের পর তাদের স্থলাভিষিক্ত করেছেন আর দৈহিক গঠনে অধিকতর বলিষ্ঠ করেছেন, কাজেই আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ কর যাতে তোমরা সাফল্যমন্ডিত হতে পার।’

ব্যাখ্যা

قَالُوٓا۟
তারা বললো
أَجِئْتَنَا
"কি তুমি এসেছো কাছে আমাদের
لِنَعْبُدَ
যেন আমরা ইবাদত করি
ٱللَّهَ
আল্লাহর
وَحْدَهُۥ
এবং তাঁর একারই
وَنَذَرَ
ত্যাগ করি (অন্য সবকিছু)
مَا
যার
كَانَ
ছিলো
يَعْبُدُ
ইবাদত করতে
ءَابَآؤُنَاۖ
পূর্বপুরুষরা আমাদের
فَأْتِنَا
সুতরাং এসো কাছে আমাদের
بِمَا
নিয়ে ঐসব যা
تَعِدُنَآ
তুমি ভয় দেখাচ্ছো আমাদেরকে
إِن
যদি
كُنتَ
হও তুমি
مِنَ
অন্তর্ভুক্ত
ٱلصَّٰدِقِينَ
সত্যবাদীদের"

তারা বলল, ‘তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যাতে আমরা এক আল্লাহর ‘ইবাদাত করি আর আমাদের পিতৃপুরুষগণ যার ‘ইবাদাত করত তা ত্যাগ করি? কাজেই তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদেরকে যে জিনিসের ওয়াদা করছ (ভয় দেখাচ্ছ) তা নিয়ে এসো।’

ব্যাখ্যা