Skip to main content

فَمَنِ
তবে যে কেউ
ٱبْتَغَىٰ
চায়
وَرَآءَ
ছাড়া
ذَٰلِكَ
এটা
فَأُو۟لَٰٓئِكَ
অতএব ঐসব লোক
هُمُ
[তারাই]
ٱلْعَادُونَ
সীমালংঘনকারী

তবে এর বাইরে যারা অন্য কাউকে কামনা করবে, তারাই সীমালঙ্ঘনকারী।

ব্যাখ্যা

وَٱلَّذِينَ
এবং যারা
هُمْ
[তারা]
لِأَمَٰنَٰتِهِمْ
তাদের আমানতের ক্ষেত্রে
وَعَهْدِهِمْ
ও তাদের ওয়াদার
رَٰعُونَ
পালনকারী

যারা তাদের আমানাত ও ও‘য়াদা রক্ষা করে,

ব্যাখ্যা

وَٱلَّذِينَ
এবং যারা
هُم
[তারা]
بِشَهَٰدَٰتِهِمْ
তাদের সাক্ষ্যদানে
قَآئِمُونَ
অটল

যারা তাদের সাক্ষ্যদানে (সত্যতার উপর) সুপ্রতিষ্ঠিত,

ব্যাখ্যা

وَٱلَّذِينَ
এবং যারা,
هُمْ
[তারা]
عَلَىٰ
উপর
صَلَاتِهِمْ
তাদের নামাযের
يُحَافِظُونَ
সংরক্ষণ করে

যারা তাদের নামাযে যত্নবান,

ব্যাখ্যা

أُو۟لَٰٓئِكَ
ঐসব লোক
فِى
মধ্যে হবে
جَنَّٰتٍ
জান্নাতসমূহের
مُّكْرَمُونَ
সম্মানিত.

তারাই হবে জান্নাতে সম্মানিত।

ব্যাখ্যা

فَمَالِ
অতএব কি হয়েছে
ٱلَّذِينَ
যারা (তাদের)
كَفَرُوا۟
কুফরি করেছে
قِبَلَكَ
তোমার সামনে
مُهْطِعِينَ
দৌড়ে আসছে

কাফিরদের কী হল যে, তারা তোমার দিকে ছুটে আসছে (তোমার কুরআন পাঠ শুনে তোমাকে ঠাট্টা-বিদ্রূপ করার জন্য),

ব্যাখ্যা

عَنِ
থেকে
ٱلْيَمِينِ
ডান দিক
وَعَنِ
ও থেকে
ٱلشِّمَالِ
বামদিক
عِزِينَ
দলে দলে

ডান দিক আর বাম দিক থেকে দলে দলে,

ব্যাখ্যা

أَيَطْمَعُ
লোভকরে কি
كُلُّ
প্রত্যেক
ٱمْرِئٍ
ব্যক্তি
مِّنْهُمْ
তাদের মধ্যে
أَن
যে
يُدْخَلَ
প্রবেশ করানো হবে
جَنَّةَ
জান্নাতে
نَعِيمٍ
নিয়ামতের

তাদের প্রত্যেকেই কি এই লোভ করে যে, তাকে নি‘মাত-ভরা জান্নাতে দাখিল করা হবে?

ব্যাখ্যা

كَلَّآۖ
কখনও নয়!
إِنَّا
নিশ্চয় আমরা
خَلَقْنَٰهُم
[আমরা] তাদেরকে সৃষ্টি করেছি
مِّمَّا
যা থেকে
يَعْلَمُونَ
তারা জানে.

কক্ষনো না, আমি তাদেরকে কী থেকে সৃষ্টি করেছি তা তারা জানে (এমন নগণ্য বস্তু থেকে সৃষ্ট মানুষ কেবল মানুষ হয়ে জন্ম নেয়ার কারণেই জান্নাতে চলে যাবে এ রকম লোভ করা বড়ই অবিবেচনাপ্রসূত ব্যাপার)।

ব্যাখ্যা

فَلَآ
অতএব, না
أُقْسِمُ
আমি কসম করছি যে
بِرَبِّ
রবের
ٱلْمَشَٰرِقِ
উদয়স্থল
وَٱلْمَغَٰرِبِ
ও অস্তাচলসমূহের
إِنَّا
নিশ্চয় আমরা
لَقَٰدِرُونَ
সক্ষম

আমি শপথ করছি উদয়স্থানসমূহের ও অস্তাচলসমূহের রব্বের-আমি অবশ্যই সক্ষম,

ব্যাখ্যা