Skip to main content

قَالُوا۟
তারা বলবে
رَبَّنَا
"হে আমাদের রব
مَن
যে
قَدَّمَ
সম্মুখীন করেছে
لَنَا
আমাদের জন্যে
هَٰذَا
এটা
فَزِدْهُ
তাকে বাড়িয়ে দাও এজন্যে
عَذَابًا
শাস্তি
ضِعْفًا
দ্বিগুণ
فِى
মধ্যে
ٱلنَّارِ
জাহান্নামের"

তারা বলবে- হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য যে এ ব্যবস্থা এনে দিয়েছে তাকে জাহান্নামে দ্বিগুণ শাস্তি দাও।

ব্যাখ্যা

وَقَالُوا۟
এবং তারা বলবে
مَا
"কি
لَنَا
আমাদের হলো (যে)
لَا
না
نَرَىٰ
আমরা দেখছি
رِجَالًا
লোকদেরকে
كُنَّا
আমরা ছিলাম
نَعُدُّهُم
তাদেরকে গণ্য করতাম
مِّنَ
মধ্যে
ٱلْأَشْرَارِ
খুব খারাপ (লোকদের)

তারা বলবে- ব্যাপার কী! আমরা যে লোকগুলোকে (দুনিয়ায়) খুব খারাপ বলে গণ্য করতাম তাদেরকে তো দেখছি না।

ব্যাখ্যা

أَتَّخَذْنَٰهُمْ
কি তাদেরকে আমরা বানিয়ে নিয়েছিলাম
سِخْرِيًّا
বিদ্রুপের (ব্যক্তি হিসেবে)
أَمْ
অথবা
زَاغَتْ
ভুল করেছে
عَنْهُمُ
তাদের থেকে
ٱلْأَبْصَٰرُ
(আমাদের) দৃষ্টিসমূহ"

আমরা কি তাদের সঙ্গে অযথাই ঠাট্টা-বিদ্রুপ করতাম, না তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভ্রম ঘটেছে? (অর্থাৎ তারা হয়ত জাহান্নামেই আছে কিন্তু আমাদের চোখ তাদেরকে দেখতে পাচ্ছে না)

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়ই
ذَٰلِكَ
এটা
لَحَقٌّ
সত্য অবশ্যই
تَخَاصُمُ
পারস্পারিক বিবাদ
أَهْلِ
অধিবাসীদের
ٱلنَّارِ
জাহান্নামের

এটা নিশ্চিত সত্য, জাহান্নামের বাসিন্দাদের এই বাগবিতন্ডা।

ব্যাখ্যা

قُلْ
(হে নাবী) তুমি বলো
إِنَّمَآ
"মূলতঃ
أَنَا۠
আমি
مُنذِرٌۖ
একজন সতর্ককারী (মাত্র)
وَمَا
এবং নেই
مِنْ
কোনো
إِلَٰهٍ
ইলাহ
إِلَّا
ছাড়া
ٱللَّهُ
আল্লাহ
ٱلْوَٰحِدُ
এক
ٱلْقَهَّارُ
মহাপ্রতাপশালী

বল- আমি তো কেবল একজন সতর্ককারী, সার্বভৌম অপ্রতিরোধ্য এক ও একক আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই।

ব্যাখ্যা

رَبُّ
রব
ٱلسَّمَٰوَٰتِ
আকাশের
وَٱلْأَرْضِ
ও পৃথিবীর
وَمَا
এবং যা
بَيْنَهُمَا
উভয়ের মাঝে (আছে)
ٱلْعَزِيزُ
(তিনি) মহাপরাক্রমশালী
ٱلْغَفَّٰرُ
পরম ক্ষমাশীল"

যিনি আকাশ ও পৃথিবী এবং এ দু’এর মাঝে যা আছে সব কিছুর প্রতিপালক- যিনি মহা পরাক্রমশালী, বড়ই ক্ষমাশীল।

ব্যাখ্যা

قُلْ
বলো
هُوَ
"তা
نَبَؤٌا۟
সংবাদ
عَظِيمٌ
মহা

বল, এটা এক ভয়ানক সংবাদ।

ব্যাখ্যা

أَنتُمْ
তোমরা
عَنْهُ
তা থেকে
مُعْرِضُونَ
মুখ ফিরিয়ে নিচ্ছো

যাত্থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ।

ব্যাখ্যা

مَا
না
كَانَ
ছিলো
لِىَ
আমার
مِنْ
কোনো কিছি
عِلْمٍۭ
জ্ঞান
بِٱلْمَلَإِ
জগতের সম্পর্কে
ٱلْأَعْلَىٰٓ
উর্ধ্ব
إِذْ
যখন
يَخْتَصِمُونَ
তারা বাদানুবাদ করছিলো

(বল) আমি ঊর্ধ্ব জগতের কোন জ্ঞান রাখি না যখন তারা (অর্থাৎ ফেরেশতারা) বাদানুবাদ করছিল।

ব্যাখ্যা

إِن
না
يُوحَىٰٓ
ওহী করা হয়
إِلَىَّ
আমার প্রতি
إِلَّآ
এ ছাড়া
أَنَّمَآ
যে মূলতঃ
أَنَا۠
আমি
نَذِيرٌ
একজন সতর্ককারী (মাত্র)
مُّبِينٌ
সুস্পষ্ট"

আমার কাছে ওয়াহী করা হয়েছে যে, আমি কেবল একজন স্পষ্ট সতর্ককারী।

ব্যাখ্যা