Skip to main content

فَهُوَ
সে অতংপর
فِى
মধ্যে হবে
عِيشَةٍ
জীবনের
رَّاضِيَةٍ
সন্তোষজনক

অতঃপর সে আনন্দময় জীবন যাপন করবে,

ব্যাখ্যা

فِى
মধ্যে
جَنَّةٍ
জান্নাতের
عَالِيَةٍ
সুউচ্চ

উচ্চতম মর্যাদার জান্নাতে,

ব্যাখ্যা

قُطُوفُهَا
তার ফলরাশি (থাকবে)
دَانِيَةٌ
নিকটে

তার ফলসমূহ (ঝুলে থাকবে) নীচে-নাগালের মধ্যে।

ব্যাখ্যা

كُلُوا۟
"তোমরা খাও
وَٱشْرَبُوا۟
ও পান কর
هَنِيٓـًٔۢا
মজা করে
بِمَآ
যা বদলে
أَسْلَفْتُمْ
তোমরা অতিবাহিত করেছ
فِى
মধ্যে
ٱلْأَيَّامِ
দিনগুলোর
ٱلْخَالِيَةِ
বিগত"

(তাদেরকে বলা হবে) পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে খাও এবং পান কর বিগত দিনে তোমরা যা (নেক ‘আমাল) করেছিলে তার প্রতিদান স্বরূপ।

ব্যাখ্যা

وَأَمَّا
আর
مَنْ
যাকে
أُوتِىَ
দেয়া হবে
كِتَٰبَهُۥ
তার আমলনামা
بِشِمَالِهِۦ
তার বাম হাতে
فَيَقُولُ
সে বলবে অতংপর
يَٰلَيْتَنِى
"আমার আফসোস
لَمْ
না (যদি)
أُوتَ
দেয়া হত
كِتَٰبِيَهْ
আমার আমলনামা

কিন্তু যার ‘আমালনামা বাম হাতে দেয়া হবে সে বলবে, ‘হায়! আমাকে যদি আমার ‘আমালনামা না দেয়া হত,

ব্যাখ্যা

وَلَمْ
এবং না
أَدْرِ
আমি জানতাম
مَا
যা
حِسَابِيَهْ
আমার হিসাব

আর আমার হিসাব কী তা যদি আমি না-ই জানতাম,

ব্যাখ্যা

يَٰلَيْتَهَا
হায় তা
كَانَتِ
যদি হত
ٱلْقَاضِيَةَ
(মৃত্যু) চূড়ান্ত

‘হায়! (দুনিয়ার) মৃত্যুই যদি আমার শেষ (অবস্থা) হত!

ব্যাখ্যা

مَآ
না
أَغْنَىٰ
কাজে আসল
عَنِّى
আমার জন্যে
مَالِيَهْۜ
আমার ধন-সম্পদ,

আমার ধন-সম্পদ আমার কোন কাজে আসল না,

ব্যাখ্যা

هَلَكَ
বরবাদ হয়েছে
عَنِّى
আমার থেকে
سُلْطَٰنِيَهْ
আমার ক্ষমতা"

আমার (সব) ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে,

ব্যাখ্যা

خُذُوهُ
"তাকে ধর
فَغُلُّوهُ
তাকে বেড়ি অতংপর পরাও

(তখন নির্দেশ আসবে) ধর ওকে, ওর গলায় ফাঁস লাগিয়ে দাও,

ব্যাখ্যা