وَلَآ
এবং না
أُقْسِمُ
শপথ করছি আমি
بِٱلنَّفْسِ
মনের
ٱللَّوَّامَةِ
তিরস্কারকারী
আমি আরো কসম করছি সেই মনের যে (অন্যায় কাজ ক’রে বসলে) নিজেকে ধিক্কার দেয় (যে তোমাদেরকে অবশ্যই আবার জীবিত করে উঠানো হবে)।
أَيَحْسَبُ
মনে করেছে কি
ٱلْإِنسَٰنُ
মানুষ
أَلَّن
কখন না
نَّجْمَعَ
একত্রিত আমরা করব
عِظَامَهُۥ
তার অস্তিগুলকে
মানুষ কি মনে করে যে, আমি তার হাড়গুলোকে একত্রিত করতে পারব না।
بَلَىٰ
কােনো না
قَٰدِرِينَ
সক্ষম
عَلَىٰٓ
এতে
أَن
যে
نُّسَوِّىَ
পূর্ণবিন্যস্ত আমরা করবো
بَنَانَهُۥ
তার আঙ্গুলির অগ্রভাগ
কেন নয়, আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত সঠিকভাবে বানিয়ে দিতে সক্ষম
بَلْ
বরং
يُرِيدُ
চায়ে
ٱلْإِنسَٰنُ
মানুষ
لِيَفْجُرَ
কুকর্ম করার জন্য
أَمَامَهُۥ
তার ভবিষ্যতেও
কিন্তু মানুষ তার আগামী দিনগুলোতেও পাপাচার করতে চায়।
يَسْـَٔلُ
সে জিজ্ঞাস করে
أَيَّانَ
"কবে
يَوْمُ
দিন
ٱلْقِيَٰمَةِ
কিয়ামাতের"
সে জিজ্ঞেস করে, ‘ক্বিয়ামত দিবস কবে?’
وَجُمِعَ
এবং একত্রিত করা হবে
ٱلشَّمْسُ
সূর্য
وَٱلْقَمَرُ
ও চাঁদ
সুরুজ আর চাঁদকে একত্রে জুড়ে দেয়া হবে,
يَقُولُ
বলবে
ٱلْإِنسَٰنُ
মানুষ
يَوْمَئِذٍ
সেই দিন
أَيْنَ
"কোথায়
ٱلْمَفَرُّ
পালাবার জায়গা"
সেদিন মানুষ বলবে- ‘আজ পালানোর জায়গা কোথায়?’
القرآن الكريم: | القيامة |
---|---|
আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
সূরা নাম (latin): | Al-Qiyamah |
সূরা না: | 75 |
আয়াত: | 40 |
মোট শব্দ: | 199 |
মোট অক্ষর: | 652 |
রুকু সংখ্যা: | 2 |
অবতীর্ণ: | মক্কা |
উদ্ঘাটন আদেশ: | 31 |
শ্লোক থেকে শুরু: | 5551 |