Skip to main content
bismillah

لَآ
না
أُقْسِمُ
কসম খাচ্ছি
بِيَوْمِ
দিনের
ٱلْقِيَٰمَةِ
কিয়ামাতের

আমি কসম করছি ক্বিয়ামতের দিনের,

ব্যাখ্যা

وَلَآ
এবং না
أُقْسِمُ
শপথ করছি আমি
بِٱلنَّفْسِ
মনের
ٱللَّوَّامَةِ
তিরস্কারকারী

আমি আরো কসম করছি সেই মনের যে (অন্যায় কাজ ক’রে বসলে) নিজেকে ধিক্কার দেয় (যে তোমাদেরকে অবশ্যই আবার জীবিত করে উঠানো হবে)।

ব্যাখ্যা

أَيَحْسَبُ
মনে করেছে কি
ٱلْإِنسَٰنُ
মানুষ
أَلَّن
কখন না
نَّجْمَعَ
একত্রিত আমরা করব
عِظَامَهُۥ
তার অস্তিগুলকে

মানুষ কি মনে করে যে, আমি তার হাড়গুলোকে একত্রিত করতে পারব না।

ব্যাখ্যা

بَلَىٰ
কােনো না
قَٰدِرِينَ
সক্ষম
عَلَىٰٓ
এতে
أَن
যে
نُّسَوِّىَ
পূর্ণবিন্যস্ত আমরা করবো
بَنَانَهُۥ
তার আঙ্গুলির অগ্রভাগ

কেন নয়, আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত সঠিকভাবে বানিয়ে দিতে সক্ষম

ব্যাখ্যা

بَلْ
বরং
يُرِيدُ
চায়ে
ٱلْإِنسَٰنُ
মানুষ
لِيَفْجُرَ
কুকর্ম করার জন্য
أَمَامَهُۥ
তার ভবিষ্যতেও

কিন্তু মানুষ তার আগামী দিনগুলোতেও পাপাচার করতে চায়।

ব্যাখ্যা

يَسْـَٔلُ
সে জিজ্ঞাস করে
أَيَّانَ
"কবে
يَوْمُ
দিন
ٱلْقِيَٰمَةِ
কিয়ামাতের"

সে জিজ্ঞেস করে, ‘ক্বিয়ামত দিবস কবে?’

ব্যাখ্যা

فَإِذَا
যখন অতঃপর
بَرِقَ
স্থির হয়ে যাবে
ٱلْبَصَرُ
চক্ষু

যখন চোখ ধাঁধিয়ে যাবে,

ব্যাখ্যা

وَخَسَفَ
এবং আলোকহীন হবে
ٱلْقَمَرُ
চাঁদ

চাঁদ হয়ে যাবে আলোকহীন

ব্যাখ্যা

وَجُمِعَ
এবং একত্রিত করা হবে
ٱلشَّمْسُ
সূর্য
وَٱلْقَمَرُ
ও চাঁদ

সুরুজ আর চাঁদকে একত্রে জুড়ে দেয়া হবে,

ব্যাখ্যা

يَقُولُ
বলবে
ٱلْإِنسَٰنُ
মানুষ
يَوْمَئِذٍ
সেই দিন
أَيْنَ
"কোথায়
ٱلْمَفَرُّ
পালাবার জায়গা"

সেদিন মানুষ বলবে- ‘আজ পালানোর জায়গা কোথায়?’

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আল ক্বেয়ামাহ
القرآن الكريم:القيامة
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Al-Qiyamah
সূরা না:75
আয়াত:40
মোট শব্দ:199
মোট অক্ষর:652
রুকু সংখ্যা:2
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:31
শ্লোক থেকে শুরু:5551