Skip to main content

وَنَبِّئْهُمْ
এবং তাদের জানিয়ে দাও
عَن
সম্পর্কে
ضَيْفِ
মেহমান
إِبْرَٰهِيمَ
ইবরাহীমের

তাদেরকে ইবরাহীমের মেহমানের কাহিনী জানিয়ে দাও।

ব্যাখ্যা

إِذْ
যখন
دَخَلُوا۟
তারা প্রবেশ করেছিলো
عَلَيْهِ
তার কাছে
فَقَالُوا۟
অতঃপর তারা বলেছিলো
سَلَٰمًا
"(তোমাকে) সালাম"
قَالَ
সে বললো
إِنَّا
"নিশ্চয়ই আমরা
مِنكُمْ
তোমাদের থেকে
وَجِلُونَ
আতঙ্কিত"

তারা যখন তার কাছে উপস্থিত হল তখন তারা বলল, ‘তোমার প্রতি সালাম।’ তখন সে বলল, ‘তোমাদের দেখে আমরা শংকিত।’

ব্যাখ্যা

قَالُوا۟
তারা বললো
لَا
"না
تَوْجَلْ
আতঙ্কিত হয়ো
إِنَّا
নিশ্চয়ই আমরা
نُبَشِّرُكَ
তোমাকে সুসংবাদ দিচ্ছি
بِغُلَٰمٍ
একটি ছেলের
عَلِيمٍ
বড় জ্ঞানী"

তারা বলল, ‘শংকা করো না, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সুখবর দিচ্ছি।’

ব্যাখ্যা

قَالَ
সে বললো
أَبَشَّرْتُمُونِى
"কি আমাকে তোমরা সুসংবাদ দিচ্ছো
عَلَىٰٓ
"এ অবস্থায়
أَن
যে
مَّسَّنِىَ
আমাকে পেয়েছে
ٱلْكِبَرُ
বার্ধক্য
فَبِمَ
অতএব কি ধরণের
تُبَشِّرُونَ
তোমরা সুসংবাদ দিচ্ছো"

সে বলল, ‘বার্ধক্য যখন আমাকে স্পর্শ করেছে তখন তোমরা আমাকে সুখবর দিচ্ছ। আচ্ছা, তোমাদের সুখবরটা কী?’

ব্যাখ্যা

قَالُوا۟
তারা বলেছিলো
بَشَّرْنَٰكَ
"তোমাকে সুসংবাদ দিচ্ছি আমরা
بِٱلْحَقِّ
সহকারে সত্য
فَلَا
অতএব না
تَكُن
তুমি হয়ো
مِّنَ
অন্তর্ভুক্ত
ٱلْقَٰنِطِينَ
হতাশদের"

তারা বলল, ‘তোমাকে আমরা প্রকৃতই সুসংবাদ দিচ্ছি। কাজেই তুমি নিরাশদের অন্তর্ভুক্ত হয়ো না।’

ব্যাখ্যা

قَالَ
সে বললো
وَمَن
"এবং কে
يَقْنَطُ
নিরাশ হয়
مِن
থেকে
رَّحْمَةِ
অনুগ্রহ
رَبِّهِۦٓ
তার রবের
إِلَّا
এছাড়া
ٱلضَّآلُّونَ
পথভ্রষ্টরা

সে বলল, ‘পথভ্রষ্টরা ছাড়া আর কে তার প্রতিপালকের রহমাত থেকে নিরাশ হয়?’

ব্যাখ্যা

قَالَ
সে বললো
فَمَا
"অতএব কি
خَطْبُكُمْ
আপনাদের উদ্দেশ্য
أَيُّهَا
হে"
ٱلْمُرْسَلُونَ
প্রেরিত (ফেরেশতারা)"

সে বলল, ‘হে আল্লাহর প্রেরিতরা! তোমরা কোন্ কাজে আগমন করেছ?’

ব্যাখ্যা

قَالُوٓا۟
তারা বললো
إِنَّآ
"নিশ্চয়ই আমরা
أُرْسِلْنَآ
আমরা প্রেরিত হয়েছি
إِلَىٰ
প্রতি
قَوْمٍ
সম্প্রদায়ের
مُّجْرِمِينَ
অপরাধী

তারা বলল, ‘আমরা এক অপরাধী জাতির বিরুদ্ধে প্রেরিত হয়েছি।

ব্যাখ্যা

إِلَّآ
ছাড়া
ءَالَ
পরিবার
لُوطٍ
লূতের
إِنَّا
নিশ্চয়ই আমরা
لَمُنَجُّوهُمْ
অবশ্যই রক্ষাকারী তাদের
أَجْمَعِينَ
সকলকে

তবে লূতের পরিবার বাদে, তাদের সবাইকে আমরা অবশ্যই রক্ষা করব।

ব্যাখ্যা

إِلَّا
ছাড়া
ٱمْرَأَتَهُۥ
তার স্ত্রী"
قَدَّرْنَآۙ
আমরা স্থির করেছি
إِنَّهَا
নিশ্চয়ই সে
لَمِنَ
অব্যশই অন্তর্ভুক্ত
ٱلْغَٰبِرِينَ
পিছনে থেকে যাওয়া লোকদের

তবে তার স্ত্রীকে নয়, আমরা (আল্লাহর নির্দেশক্রমে) তার জন্য নির্ধারিত করে দিয়েছি যে, সে পেছনে থেকে যাওয়া লোকেদের মধ্যে শামিল থাকবে।’

ব্যাখ্যা