Skip to main content

أَلَآ
সাবধান
إِنَّهُم
তারা নিশ্চয়ই
مِّنْ
হ'তে
إِفْكِهِمْ
তাদের মনগড়া কথা
لَيَقُولُونَ
বলছে অবশ্যই (যে)

দেখ, তারা অবশ্যই তাদের মন-গড়া কথা বলে যে,

ব্যাখ্যা

وَلَدَ
"সন্তান জন্ম দিয়েছেন"
ٱللَّهُ
"আল্লাহ"
وَإِنَّهُمْ
এবং তারা নিশ্চয়ই
لَكَٰذِبُونَ
মিথ্যাবাদী অবশ্যই

আল্লাহ সন্তানের জন্ম দিয়েছেন। তারা অবশ্যই মিথ্যেবাদী।

ব্যাখ্যা

أَصْطَفَى
তিনি পছন্দ করেছেন কি
ٱلْبَنَاتِ
কন্যাদেরকে
عَلَى
পরিবর্তে
ٱلْبَنِينَ
পুত্রসন্তানদের

তিনি কি পুত্রদের চেয়ে কন্যাদেরকেই বেশি পছন্দ করেছেন?

ব্যাখ্যা

مَا
কি
لَكُمْ
তোমাদের হয়েছে
كَيْفَ
কেমন
تَحْكُمُونَ
তোমরা বিচার করো

তোমাদের কী হয়েছে, তোমরা কেমন ফয়সালা করছ?

ব্যাখ্যা

أَفَلَا
তবে কি না
تَذَكَّرُونَ
তোমরা উপদেশ গ্রহণ করবে

তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

ব্যাখ্যা

أَمْ
অথবা
لَكُمْ
তোমাদের (আছে)
سُلْطَٰنٌ
প্রমাণ
مُّبِينٌ
সুস্পষ্ট

(তোমরা যা বলছ তার স্বপক্ষে) তোমাদের কি সুস্পষ্ট দলীল-প্রমাণ আছে?

ব্যাখ্যা

فَأْتُوا۟
তাহ'লে তোমরা আনো
بِكِتَٰبِكُمْ
তোমাদের কিতাব
إِن
যদি
كُنتُمْ
তোমরা হও
صَٰدِقِينَ
সত্যবাদী

তোমরা সত্যবাদী হলে নিয়ে এসো তোমাদের কিতাব।

ব্যাখ্যা

وَجَعَلُوا۟
এবং তারা স্হির করেছে
بَيْنَهُۥ
তাঁর মাঝে
وَبَيْنَ
ও মাঝে
ٱلْجِنَّةِ
জিনদের
نَسَبًاۚ
বংশীয় সম্পর্ক
وَلَقَدْ
অথচ নিশ্চয়ই
عَلِمَتِ
জেনেছে
ٱلْجِنَّةُ
জিনরা
إِنَّهُمْ
নিশ্চয়ই তাদেরকে
لَمُحْضَرُونَ
অবশ্যই উপস্থিত করা হবে

তারা আল্লাহ ও জ্বিন জাতির মাঝে একটা বংশ সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা ভালভাবে জানে যে, তাদেরকেও শাস্তির জন্য অবশ্যই হাজির করা হবে।

ব্যাখ্যা

سُبْحَٰنَ
পবিত্র
ٱللَّهِ
আল্লাহ
عَمَّا
তা হ'তে যা
يَصِفُونَ
তারা আরোপ করে

তারা যা বলে আল্লাহ সে সব (দোষ-ত্রুটি) থেকে পবিত্র।

ব্যাখ্যা

إِلَّا
তবে ব্যতিক্রম
عِبَادَ
(ঐসব) দাস
ٱللَّهِ
আল্লাহর
ٱلْمُخْلَصِينَ
(যারা) একনিষ্ঠ

কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা এসব কথা বলে না।

ব্যাখ্যা