Skip to main content

وَلَقَدْ
এবং নিশ্চয়ই
ءَاتَيْنَآ
আমরা দিয়েছি
إِبْرَٰهِيمَ
ইবরাহীম কে
رُشْدَهُۥ
তার সৎপথের বুদ্ধি জ্ঞান
مِن
থেকে
قَبْلُ
ইতিপূর্ব
وَكُنَّا
এবং আমরা ছিলাম
بِهِۦ
সম্পর্কে তার
عَٰلِمِينَ
খুব অবহিত

আমি ইতোপূর্বে ইবরাহীমকে সঠিক পথে চলার জ্ঞান দান করেছিলাম আর তার সম্পর্কে আমি খুব ভালভাবে জানতাম।

ব্যাখ্যা

إِذْ
যখন
قَالَ
সে বলেছিলো
لِأَبِيهِ
তার পিতাকে
وَقَوْمِهِۦ
ও তার জাতিকে
مَا
"কি
هَٰذِهِ
এসব
ٱلتَّمَاثِيلُ
মূর্তিগুলো
ٱلَّتِىٓ
যার
أَنتُمْ
তোমরা
لَهَا
জন্য তাদের
عَٰكِفُونَ
পূজায় ব্রত আছো"

যখন সে তার পিতাকে ও তার জাতিকে বলল, ‘এ মূর্তিগুলো কী যাদের সঙ্গে তোমরা নিজেদেরকে (ভক্তির বাঁধনে) বেঁধে রেখেছ?’

ব্যাখ্যা

قَالُوا۟
তারা বললো
وَجَدْنَآ
"আমরা পেয়েছি
ءَابَآءَنَا
আমাদের পিতৃপুরুষদেরকে
لَهَا
জন্য তাদের
عَٰبِدِينَ
উপাসনাকারীরূপে"

তারা বলল, ‘আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এদের পূজো করতে দেখেছি।

ব্যাখ্যা

قَالَ
সে বললো
لَقَدْ
"নিশ্চয়ই
كُنتُمْ
তোমরা আছো
أَنتُمْ
তোমরা
وَءَابَآؤُكُمْ
ও তোমাদের পিতৃপুরুষরা (ছিলো)
فِى
মধ্যে
ضَلَٰلٍ
পথভ্রষ্টতার
مُّبِينٍ
সুস্পষ্ট"

সে বলল, ‘তোমরা রয়েছ স্পষ্ট গুমরাহীতে, তোমরা আর তোমাদের পিতৃপুরুষরাও।’

ব্যাখ্যা

قَالُوٓا۟
তারা বললো
أَجِئْتَنَا
"আমাদের কাছে এসেছো কি
بِٱلْحَقِّ
নিয়ে প্রকৃত সত্যকে
أَمْ
না
أَنتَ
তুমি
مِنَ
অন্তর্ভুক্ত
ٱللَّٰعِبِينَ
কৌতুককারীদের"

তারা বলল, ‘তুমি কি আমাদের কাছে প্রকৃত সত্য এনেছ, না তুমি আমাদের সঙ্গে তামাশা করছ?’

ব্যাখ্যা

قَالَ
সে বললো
بَل
"বরং
رَّبُّكُمْ
তোমাদের রব (তিনিই)
رَبُّ
(যিনি) রব
ٱلسَّمَٰوَٰتِ
আকাশমন্ডলীর
وَٱلْأَرْضِ
ও পৃথিবীর
ٱلَّذِى
যিনি
فَطَرَهُنَّ
তাদেরকে সৃষ্টি করেছেন
وَأَنَا۠
এবং আমি
عَلَىٰ
উপর
ذَٰلِكُم
এসবের উপর
مِّنَ
অন্যতম
ٱلشَّٰهِدِينَ
সাক্ষীদাতাদের

সে বলল, ‘বরং, তোমাদের প্রতিপালক হলেন আকাশ ও পৃথিবীর প্রতিপালক যিনি ওগুলোকে সৃষ্টি করেছেন, আর এ বিষয়ে আমি একজন সাক্ষ্যদাতা।

ব্যাখ্যা

وَتَٱللَّهِ
এবং শপথ আল্লাহর
لَأَكِيدَنَّ
অবশ্যই ব্যবস্থা নিবো আমি
أَصْنَٰمَكُم
তোমাদের মূর্তিগুলোর
بَعْدَ
পরে
أَن
যে
تُوَلُّوا۟
তোমাদের চলে যাবে
مُدْبِرِينَ
পিঠ ফিরিয়ে"

কসম আল্লাহর! তোমরা পেছন ফিরে চলে গেলেই আমি তোমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে অবশ্য অবশ্যই একটা কৌশল গ্রহণ করব।

ব্যাখ্যা

فَجَعَلَهُمْ
অতঃপর তাদেরকে সে করে দিলো
جُذَٰذًا
টুকরো টুকরো
إِلَّا
ছাড়া
كَبِيرًا
বড়টা
لَّهُمْ
তাদের
لَعَلَّهُمْ
যাতে তারা
إِلَيْهِ
তার দিকে
يَرْجِعُونَ
ফিরে আসে

তারপর সে মূর্তিগুলোকে টুকরো টুকরো করে দিল, ওগুলোর বড়টি ছাড়া, যাতে পূজারীরা ওটার প্রতিই মনোযোগী হয়।

ব্যাখ্যা

قَالُوا۟
তারা বললো
مَن
"কে
فَعَلَ
করেছে
هَٰذَا
এটা
بِـَٔالِهَتِنَآ
সাথে আমাদের ইলাহগুলোর
إِنَّهُۥ
সে নিশ্চয়ই
لَمِنَ
অবশ্যই অন্তর্ভুক্ত
ٱلظَّٰلِمِينَ
সীমালঙ্ঘনকারীদের"

তারা বলল, ‘আমাদের মূর্তিগুলোর সাথে এমনটা কে করল? সে অবশ্যই যালিম।’

ব্যাখ্যা

قَالُوا۟
তারা বললো
سَمِعْنَا
"আমরা শুনেছি
فَتًى
এক যুবককেকে
يَذْكُرُهُمْ
সমালোচনা করতে তাদের ব্যাপারে
يُقَالُ
বলা হয়
لَهُۥٓ
তার (নাম)
إِبْرَٰهِيمُ
ইবরাহীম"

কেউ কেউ বলল, ‘এক যুবককে এদের সম্পর্কে বলতে শুনেছি, তাকে ইবরাহীম বলা হয়।’

ব্যাখ্যা