قَالُوٓا۟
তারা বললো
أَنُؤْمِنُ
"কি আমরা ঈমান আনবো
لَكَ
প্রতি তোমার
وَٱتَّبَعَكَ
অথচ তোমাকে অনুসরণ করেছে
ٱلْأَرْذَلُونَ
নিকৃষ্টতম লোকেরা"
তারা বলল- ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস করব যখন তোমার অনুসরণ করছে একেবারে নিম্নশ্রেণীর লোকেরা।’
قَالَ
(নূহ) বললো
وَمَا
"আর নেই
عِلْمِى
আমার জানা
بِمَا
ঐ বিষয়ে যা
كَانُوا۟
তারা ছিলো
يَعْمَلُونَ
তারা কাজ করে
নূহ বলল- ‘তারা কী করত সেটা আমার জানা নেই।
إِنْ
নয়
حِسَابُهُمْ
তাদের হিসাব (অন্য কারো নিকট)
إِلَّا
এ ছাড়া
عَلَىٰ
উপর (দায়িত্ব)
رَبِّىۖ
আমার রবের
لَوْ
যদি
تَشْعُرُونَ
তোমরা অনুভব করো
তাদের হিসাব নেয়া তো আমার প্রতিপালকের কাজ, যদি তোমরা বুঝতে!
وَمَآ
আর না
أَنَا۠
আমি (হ'তে পারি)
بِطَارِدِ
বিতাড়নকারী
ٱلْمُؤْمِنِينَ
মু'মিনদেরকে
মু’মিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়।
إِنْ
নই
أَنَا۠
আমি
إِلَّا
এ ছাড়া
نَذِيرٌ
সতর্ককারী (মাত্র)
مُّبِينٌ
সুস্পষ্ট"
আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।’
قَالُوا۟
তারা বললো
لَئِن
"অবশ্যই যদি
لَّمْ
না
تَنتَهِ
বিরত হও
يَٰنُوحُ
হে নূহ
لَتَكُونَنَّ
অবশ্যই তুমি হবেই
مِنَ
অন্তর্ভুক্ত
ٱلْمَرْجُومِينَ
পাথরের আঘাতে নিহতদের
তারা বলল- ‘হে নূহ! তুমি যদি বিরত না হও, তাহলে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।’
قَالَ
(নূহ) বললো
رَبِّ
"হে আমার রব
إِنَّ
নিশ্চয়ই
قَوْمِى
আমার জাতি
كَذَّبُونِ
আমাকে মিথ্যাবাদী বলেছে
নূহ বলল- ‘হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় আমাকে প্রত্যাখান করছে।
فَٱفْتَحْ
সুতরাং মীমাংসা করো
بَيْنِى
মাঝে আমার
وَبَيْنَهُمْ
ও মাঝে তাদের
فَتْحًا
(চূড়ান্ত) মীমাংসা
وَنَجِّنِى
এবং আমাকে রক্ষা করো
وَمَن
ও যারা (আছে)
مَّعِىَ
আমার সাথে
مِنَ
(অর্থাৎ ) মধ্য থেকে
ٱلْمُؤْمِنِينَ
মু'মিন"
কাজেই তুমি আমার ও তাদের মধ্যে ফয়সালা ক’রে দাও, আর আমাকে ও আমার সঙ্গী মু’মিনদেরকে ক্ষমা কর।’
فَأَنجَيْنَٰهُ
অতঃপর আমরা তাকে রক্ষা করলাম
وَمَن
ও যারা (ছিলো)
مَّعَهُۥ
তাঁর সাথে
فِى
মধ্যে
ٱلْفُلْكِ
নৌযানের
ٱلْمَشْحُونِ
বোঝাই করা
অতঃপর আমি তাকে ও তার সঙ্গে যারা ছিল তাদেরকে বোঝাই নৌযানে রক্ষা করলাম।
ثُمَّ
এরপর
أَغْرَقْنَا
আমরা ডুবিয়ে দিলাম
بَعْدُ
পরে (রক্ষা করার)
ٱلْبَاقِينَ
অবশিষ্টদেরকে
তারপর অবশিষ্ট সবাইকে ডুবিয়ে দিলাম।